Advertisement
০৩ মে ২০২৪

হিটারেই আগুন হোটেলে

রান্নাঘরের হিটার ফেটেই আগুন লাগে হো চি মিন সরণির গোল্ডেন পার্ক হোটেলে। এমনই অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। মৌখিক ভাবে তা জানানো হয়েছে লালবাজারেও। ফরেন্সিক বিভাগের খবর, দীর্ঘ সময় হিটারটি চলছিল।

শিবাজী দে সরকার ও কুন্তক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০২:১২
Share: Save:

রান্নাঘরের হিটার ফেটেই আগুন লাগে হো চি মিন সরণির গোল্ডেন পার্ক হোটেলে। এমনই অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। মৌখিক ভাবে তা জানানো হয়েছে লালবাজারেও। ফরেন্সিক বিভাগের খবর, দীর্ঘ সময় হিটারটি চলছিল। তা গরম হয়ে ফেটে গিয়ে আগুন লাগে। তবে এটি গাফিলতি না প্রযুক্তিগত ত্রুটি, তা জানতে রান্নাঘরের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে রান্নাঘরের কর্মীদেরও।

লালবাজার সূত্রে খবর, এই হিটারে প্রচুর বিদ্যুৎ লাগে। রান্নার পরে বহুক্ষণ চললে যন্ত্রাংশ গরম হয়ে ফেটে যেতে পারে। সে ক্ষেত্রে হোটেলের গাফিলতি প্রমাণ হয়। যন্ত্রাংশের ত্রুটি থাকলেও গাফিলতি এড়ানো যায় না। বৃহস্পতিবার হোটেলে গিয়ে ২৪ ধরনের নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘রিপোর্ট দিলে সব স্পষ্ট হবে।’’

পুলিশ জানায়, বুধবার গোল্ডেন পার্ক হোটেলের রান্নাঘরে আগুন লাগে। মৃত্যু হয় চমর কিষেণ ও অনুপ অগ্রবাল নামে দুই আবাসিকের। বৃহস্পতিবার গ্রেফতার হন হোটেল মালিক ভূপিন্দর সিংহ গুজরাল ও গৌতম মজুমদার নামে এক ম্যানেজার। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তাঁদের ৪ এপ্রিল পর্যন্ত জেল হাজতের নির্দেশ হয়। পুলিশের দাবি, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিয়েও গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বেরোনোর পথ না থাকাতেই ধোঁয়া তা ভিতরে ঢুকে পড়ে। দমকল-লাইসেন্সের মেয়াদও ফুরিয়েছিল। দমকল বিধি অনুযায়ী হোটেলের কোনায় কোনায় ও প্রতি তলায় জলের পাইপ ছিল না। আদালতে হোটেল-মালিকের অবশ্য দাবি, লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন জমা দিয়েছিলেন।

শুক্রবার গিয়ে দেখা যায়, হোটেলের গেট বন্ধ, ভিতরে মোতায়েন পুলিশ। বুধবার জানলার ভাঙা কাচ দিয়ে দেখা যায় ঘরদোর লন্ডভন্ড। হোটেল চত্বরে কিছু কর্মীদের জটলা। পথচলতি লোকজন থমকে দেখে নিচ্ছেন আচমকা সংবাদের শিরোনামে উঠে আসা হোটেলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heater Hotel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE