রাজারহাটে মোনোরেল চালাতে চায় হিডকো। এ নিয়ে প্রাথমিক সমীক্ষার কাজও শেষ হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন হিডকো’র চেয়ারম্যান তথা রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেন।
শহরাঞ্চলে ভবিষ্যতে যান চলাচল ও পরিবহণ ব্যবস্থা কী হতে চলেছে, তা নিয়ে এ দিন এক আলোচনাসভার আয়োজন করেছিল বেঙ্গল চেম্বার এবং দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট (টেরি)। সভার পরে দেবাশিসবাবু জানান, যে অংশে মেট্রোরেল নেই, সেখানে মোনোরেল চালানোর কথা ভাবছে রাজ্য। রাজারহাটে মোনোরেল চলতে পারে কি না, তা নিয়ে সমীক্ষায় দেখা গিয়েছে, এই প্রকল্পের জন্য খরচ পড়বে প্রায় ৪৫০০ কোটি টাকা। তাঁরা এখন লগ্নিকারীর খোঁজ করবেন বলে জানিয়েছেন দেবাশিসবাবু।
সরকারি সূত্রের খবর, রাজারহাটের একাংশের উপর দিয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রোরেল তৈরির কাজ চলছে। বাকি কোন অংশ দিয়ে উল্টোডাঙা পর্যন্ত মোনোরেল সংযোগ গড়ে তোলা যায়, তা-ই চিহ্নিত করা হয়েছে ওই সমীক্ষায়।