Advertisement
০৩ মে ২০২৪

আগুনে ছাই ১২ ঝুপড়ি

চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গিয়েছিল প্রতিবেশীদের। কেউ বাড়ি থেকে বেরিয়ে এসে কেউ আবার জানলা খুলে দেখেন দাউদাউ করে জ্বলছে পাশের ঝুপড়ি। কোনওমতে ঝুপড়ি থেকে সকলকে উদ্ধার করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় বারোটি ঘরই। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ দক্ষিণেশ্বরের ঘোষপাড়া এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩১
Share: Save:

চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গিয়েছিল প্রতিবেশীদের। কেউ বাড়ি থেকে বেরিয়ে এসে কেউ আবার জানলা খুলে দেখেন দাউদাউ করে জ্বলছে পাশের ঝুপড়ি। কোনওমতে ঝুপড়ি থেকে সকলকে উদ্ধার করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় বারোটি ঘরই। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ দক্ষিণেশ্বরের ঘোষপাড়া এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, ঝুপড়িগুলি সবই ছিল টালি ও দরমার। ১২টির মধ্যে আটটিতে লোক বসবাস করে। বাকি দু’টিতে রয়েছে গুদাম আর অন্য দু’টি ফাঁকা পড়ে রয়েছে। ওই ফাঁকা ঘরেই কোনও ভাবে শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লেগে যায় বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। স্থানীয় যুবক শশাঙ্ক ভাবসার বলেন, ‘‘আচমকা চেঁচামেচি শুনে উঠে দেখি দাউদাউ করে দরমাগুলি জ্বলছে। পাড়ার সকলকে ডেকে কোনও মতে সবাইকে বাঁচাতে পেরেছি। কিন্তু সব জিনিস ভস্মীভূত হয়ে গিয়েছে।’’ দমকলের তিনটি ইঞ্জিন এলেও তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় ঘটনাস্থলে যান। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, জামাকাপড় ও খাবারের ব্যবস্থার আশ্বাসও দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE