লোকসভা ভোটের আগে অভিযান চালিয়ে হিসেব বহির্ভূত সাড়ে সাতাশি লক্ষ টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ওয়াসিম খান। তার বাড়ি তালতলা থানার ওয়ালিউল্লাহ লেনে। এই নিয়ে লোকসভা ভোটের প্রাক্কালে টাকা পাচারের অভিযোগে মোট দু’জনকে গ্রেফতার করল পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে সদর স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডের সংযোগস্থলে ফাঁদ পাতে নিউ মার্কেট থানার পুলিশ। সঙ্গে ছিলেন লালবাজারের গোয়েন্দারা। শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ পিঠে ব্যাগ নিয়ে বছর ছাব্বিশের এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের। যুবককে আটক করে জেরা করে পুলিশ। তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই টাকা কোথায়, কী কারণে নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না মেলায় তাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় টাকা। পুলিশ জানিয়েছে, পাঁচশো ও দু’হাজার টাকার নোট ছিল ব্যাগে। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘ওই টাকা ভোটের কাজে ব্যবহার করা হচ্ছিল কি না, তদন্ত চলছে। ধৃতকে জেরা করা হচ্ছে।’’
টাকা পাচারের অভিযোগে গত বৃহস্পতিবার ঘনশ্যাম বেহুলা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি গুজরাতের বিজাপুর। কর্মসূত্রে তিনি পোস্তা এলাকায় থাকেন। তিনি এখন পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে পোস্তা থানা এলাকার হরিরাম গোয়েন্কা স্ট্রিটে একটি ব্যাগ-সহ ঘনশ্যামকে আটক করেন লালবাজারের গোয়েন্দারা। ওই ব্যাগ থেকে নগদ ১১ লক্ষ ৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করে পুলিশ। এ দিকে লোকসভা ভোটের প্রাক্কালে অবৈধ ভাবে টাকা বিলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলকাতা পুলিশ নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল। লালবাজার সূত্রে জানানো হয়েছে, ৭০৪৪৫৫০০০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করে যে কেউ অবৈধ ভাবে টাকা বিলির বিষয়টি জানাতে পারবেন। লালবাজার জানিয়েছে, এ ছাড়াও এই নম্বরে বেআইনি ভাবে অস্ত্র পাচারের বিষয়েও অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। লালবাজার জানিয়েছে, ওই নম্বরে উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ ভিডিয়ো পাঠাতে পারবেন অভিযোগকারীরা। এ ক্ষেত্রে অভিযোগকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগ ঠিক হলে পুরস্কার দেওয়া হবে।