তিলজলার পরে শিয়ালদহ! মহানগরে ফের খোঁজ মিলল বেআইনি অস্ত্রের। তবে মঙ্গলবার রাতে শিয়ালদহ স্টেশনের ওই ঘটনায় কেউ ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, ওই রাতে তারা ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো নামখানা লোকালের মহিলা কামরা থেকে ২২টি পিস্তলের খোল এবং ২২টি নল উদ্ধার করে। পরে সেগুলি রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোথা থেকে, কী ভাবে এই অস্ত্র এল তা নিয়ে তদন্ত চলছে।
সম্প্রতি তিলজলায় হানা দিয়ে অস্ত্র কারখানার হদিস মিলেছিল। সেটির সঙ্গে জড়িত ছিল রবীন্দ্রনগরের আর একটি অস্ত্র কারখানাও। মঙ্গলবার উদ্ধার হওয়া অস্ত্রগুলির সঙ্গে সেই সব কারখানা বা অস্ত্র ব্যবসা চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে মাদক পাচার রুখতে আরপিএফের বিশেষ দল রয়েছে। মঙ্গলবার রাতে সেই দলের সাব-ইনস্পেক্টর মহম্মদ এম আলি এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এ রসুলের নেতৃত্বে নামখানা লোকালে তল্লাশি চলছিল। তখনই কামরার তাকে রাখা একটি ব্যাগ নজরে আসে। যাত্রীদের কেউই ব্যাগটি নিজের বলে দাবি করেননি। সন্দেহ হওয়ায় চেন খোলা হয়। প্রথমে কিছু কাপড়চোপড় মেলে। তার তলাতেই অস্ত্রগুলি লুকনো ছিল বলে আরপিএফ সূত্রের খবর। রেল পুলিশের এক কর্তা জানান, আরপিএফ ও জিআরপি তদন্ত করছে। অস্ত্র উদ্ধারের কথা লালবাজার এবং সিআইডিকেও জানানো হয়েছে।