মনের হদিস দিতে মানসিক স্বাস্থ্যমেলার আয়োজন করছে এসএসকেএমের ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি। কাল, বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনের ওই মেলায় ব্রিটেনের ইউনিভার্সিটি অব ম্যাঞ্চেস্টারের চিকিৎসক জে এস বামরা এবং ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশিষ্ট চিকিৎসক মোহন আইজ্যাকের পাশাপাশি হাজির থাকবেন এমস এবং নিমহান্স-এর প্রথিতযশা চিকিৎসকেরাও। এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমেলার অর্গানাইজিং চেয়ারপার্সন। ইনস্টিটিউট অব সাইকায়াট্রির অধিকর্তা প্রদীপ সাহা জানান, ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী, মনোরোগীর সংখ্যা সব চেয়ে বেশি বাংলা এবং
কেরলে। তবুও সামাজিক কারণে অনেকে এই রোগের চিকিৎসা করাতে রাজি হন না। তাই মেলার অন্যতম লক্ষ্য সচেতনতা গড়ে তোলা। পাশাপাশি মনোরোগের চিকিৎসা এখন কোথায় দাঁড়িয়ে, তা নিয়ে মত বিনিময় করবেন দেশ-বিদেশের চিকিৎসকেরা। আড়ষ্টতা ভেঙে যাতে অন্যেরাও চিকিৎসা করাতে রাজি হন, তাই নিজেদের রোগ জয়ের কথা তুলে ধরবেন সুস্থ হয়ে ওঠা রোগীরা।