যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের এক ছাত্রের উত্তরপত্র ফাঁস হওয়ার ঘটনায় এ বার পরীক্ষক তথা অতিথি শিক্ষকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অতিথি শিক্ষক তথা পরীক্ষক অভ্র সেনের বিরুদ্ধে পরীক্ষার খাতা বাইরে ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছিল আগেই। অভ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারও। জয়দীপ দাস নামে মাস কমিউনিকেশন বিভাগের এক ছাত্রের অভিযোগ, তাঁর পরীক্ষার খাতা হোয়াটসঅ্যাপে আরেক জনকে পাঠিয়েছিলেন অভ্র। জয়দীপের দাবি, অভ্র সেন তাঁদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পেপারটি পড়াতেন। পরীক্ষার খাতাও দেখেছেন তিনি। কিন্তু, পরীক্ষার পর, একটি অজানা নম্বর থেকে এক ব্যক্তি জয়দীপকে ই-মেল মারফত তাঁর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পরীক্ষার খাতার কিছু অংশ পাঠান। এমনকি হোয়াটসঅ্যাপেও ওই খাতাটির স্ক্রিন শট পাঠান। আর এর পরই প্রকাশ্যে আসে উত্তরপত্র ফাঁসের ঘটনা। যে হেতু ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পরীক্ষার খাতা দেখেছেন অভ্র সেন তাই তাঁর দিকেই সন্দেহের তির ঘোরে।