Advertisement
E-Paper

‘সব ধ্বংস করে দেব...’ জেটের বিমানে সন্দেহজনক ভিডিয়ো চ্যাট, কলকাতায় আটক যুবক

মুম্বই হামলার দশম বর্ষপূর্তির দিনই ‘ধ্বংসের আতঙ্ক’। আর কাকতালীয় ভাবে এখানেও উঠে এল সেই মুম্বইয়ের নাম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১২:৫২
অভিযুক্ত যুবক।

অভিযুক্ত যুবক।

মুম্বই হামলার দশম বর্ষপূর্তির দিনই ‘ধ্বংসের আতঙ্ক’। আর কাকতালীয় ভাবে এখানেও উঠে এল সেই মুম্বইয়ের নাম।

এ দিনের ঘটনাস্থল দমদম বিমানবন্দর। বিমানবন্দর সূত্রে খবর, সোমবার সকালে জেট এয়ারওয়েজের একটি বিমান কলকাতা থেকে মুম্বই যাচ্ছিল। ৮.১৫ মিনিটে ছাড়ার কথা ছিল বিমানটির।

বিমানের ২৯বি সিটে বসেছিলেন ২২ বছরের জে পোদ্দার। তখনও বিমানটি টেক অফ করেনি। কোনও এক বন্ধুর সঙ্গে ভিডিয়ো চ্যাট করছিলেন ওই যুবক। আর তাঁর ঠিক পিছনের সিটে বসে ছিলেন এক আইরিশ যাত্রী, বেঞ্জামিন প্লুফেট। তিনিও কলকাতা থেকে মুম্বই যাচ্ছিলেন।

বেঞ্জামিনের অভিযোগ, হঠাৎই কিছু সন্দেহজনক বাক্যালাপ কানে আসে। তাঁর দাবি, ওই যুবক এক সময় বলেছিলেন, ‘‘আই উইল ডেসট্রয় অল উইমেন’স হার্ট’’ (আমি সব মহিলার হৃদয় ধ্বংস করব)।

আরও পড়ুন: ২৬/১১-র হামলাকারীদের সম্পর্কে তথ্য দিলেই ৩৫ কোটি পুরস্কার, ঘোষণা আমেরিকার

বিমানবন্দর কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছেন আটক যুবককে।—নিজস্ব চিত্র।

এটা শোনার পরই ওই আইরিশ যাত্রী পুরো বিষয়টি জানান বিমান সেবিকাদের। খবর দেওয়া হয় পাইলট ও নিরাপত্তা রক্ষীদের। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওই যুবককে। খবর দেওয়া হয় যুবকের বেলেঘাটার বাড়িতেও। পুলিশ জানিয়েছে, ওই যুবক ভবানীপুর এডুকেশন সোসাইটির ছাত্র। গত শুক্রবারই স্নাতক স্তরের পরীক্ষা শেষ হয়। আজ মুম্বই যাচ্ছিলেন ঘুরতে। ওই যুবককে জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম’, ফাঁসির আগে বলেছিল কাসভ

শেষ পর্যন্ত ওই যুবককে ছাড়াই ৯.৩০ মিনিটে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয় বিমানটি।

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

Jet Airways Airport Kolkata airport Central Industrial Security Force
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy