E-Paper

আই আই এম পর্যন্ত সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জোকা মেট্রোয়

মেট্রোপথে জোকা থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আই আই এম) পর্যন্ত ১.২ কিলোমিটার অংশে পরিষেবা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলেন মেট্রো কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৯:২৪
জোকা থেকে আই আই এম পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত হলে মেট্রোয় একটি নতুন স্টেশন যুক্ত হবে।

জোকা থেকে আই আই এম পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত হলে মেট্রোয় একটি নতুন স্টেশন যুক্ত হবে। —প্রতীকী চিত্র।

প্রায় দেড় দশক ধরে বিভিন্ন পর্বে নানা জটিলতায় জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্পের কাজ থমকে থাকার পরে সম্প্রতি ওই প্রকল্পে তৎপরতা অনেকটাই বেড়েছে। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত অংশে শুরু হয়েছে সুড়ঙ্গ খনন। এ বার ওই মেট্রোপথে জোকা থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আই আই এম) পর্যন্ত ১.২ কিলোমিটার অংশে পরিষেবা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলেন মেট্রো কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মেট্রোপথের দু’পাশে ১০ মিটার পর্যন্ত অংশে নতুন নির্মাণ করা যাবে না। মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় লাইনের মাঝের অংশ থেকে দু’পাশে ওই দূরত্ব ২০ মিটার। মেট্রো রেলের আইনের ২১(১) ধারায় অধিগ্রহণ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

জোকা থেকে আই আই এম পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত হলে এই মেট্রোয় একটি নতুন স্টেশন যুক্ত হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, কলকাতা-র কাছে তৈরি হবে ওই স্টেশন। পাশাপাশি, এই মেট্রোপথ এসপ্লানেড স্টেশনের পরে ইডেন গার্ডেন্সের বিপরীতে মোহনবাগান ক্লাবের কাছাকাছি অংশ পর্যন্ত সম্প্রসারণের অনুমোদনও মিলেছে। এর ফলে আগের সাড়ে ১৪ কিলোমিটার মেট্রোপথ নতুন পরিকল্পনায় দৈর্ঘ্যে বৃদ্ধি পেয়ে ১৬.৫ কিলোমিটারের কাছাকাছি গিয়ে ঠেকছে। আইআইএম, জোকার মতোই ময়দানের মোহনবাগান মাঠের কাছাকাছি আরও একটি নতুন মেট্রো স্টেশন তৈরি হবে। এর ফলে এই মেট্রো প্রকল্পে আগের ১২টি স্টেশনের জায়গায় সংখ্যাটি বৃদ্ধি পেয়ে ১৪ হচ্ছে।

দক্ষিণে আই আই এমের কাছে স্টেশন তৈরি হওয়ার ফলে ডায়মন্ড হারবার রোড ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলা লাগোয়া এলাকার সঙ্গে যোগাযোগের পথ সুগম হবে। পাশাপাশি, উত্তরে এই মেট্রো ইডেন গার্ডেন্স পর্যন্ত পৌঁছে যাওয়ায় জলপথে বাবুঘাট, হাই কোর্ট ছাড়াও স্ট্র্যান্ড রোড ধরে বড়বাজারের একাংশ এবং চক্ররেলের সঙ্গে যোগাযোগের পথও উন্নত হবে। গত কয়েক বছরে চক্ররেলের যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে, জোকা মেট্রোর সম্প্রসারণ উত্তর এবং দক্ষিণ শহরতলির মধ্যে যোগাযোগ আরও উন্নত করবে বলেই মনে করছেন রেলকর্তাদের একাংশ।

এই মেট্রো প্রকল্পের কাজের জন্য কেন্দ্র আপাতত ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। বস্তুত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরে জোকা মেট্রোর সম্প্রসারণ এই মুহূর্তে প্রকল্প হিসাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এই মেট্রোপথে গত কয়েক মাসে দু’দফায় ট্রেনের সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে রেকের অভাব মিটলে এবং রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত কর্মীর ব্যবস্থা হলে এই পথে পরিষেবা আরও বাড়ানো হতে পারে বলে খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

metro Kolkata Metro

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy