দুর্গাপুজোর পরে এ বার করোনা পরিস্থিতির জেরে অনিশ্চয়তা তৈরি হয়েছে কালীপুজোর মণ্ডপ তৈরি ঘিরেও। পুজোর বারো দিন আগেও তাই শহরের বড় পুজোগুলিতে সে ভাবে প্রস্তুতি শুরু হয়নি। দুর্গাপুজোয় কী ভাবে মণ্ডপ তৈরি করতে হবে, তা নিয়ে প্রশাসনের তরফে নির্দেশ জারি করা হয়েছিল। পরে পুজো নিয়ে কলকাতা হাইকোর্টও বিধিনিষেধ জারি করে। এ ক্ষেত্রে তেমন নির্দেশিকা এখনও আসেনি। পরে মণ্ডপ ভাঙতে হতে পারে, সেই আশঙ্কা থেকেও দেরিতে কাজ শুরু করতে চাইছে তারা। এ ছাড়া, কালীপুজোতেও মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হবে কি না, বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে তা নিয়ে।
সীতারাম ঘোষ স্ট্রিটের কালীপুজোর উদ্যোক্তাদের সব চেয়ে বড় মাথাব্যথা মণ্ডপের অবস্থান নিয়ে। পোশাকি নাম নব যুবক সঙ্ঘ হলেও বেশির ভাগ লোক এটি ফাটাকেষ্টর পুজো নামেই চেনেন। প্রতি বার কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে সীতারাম ঘোষ স্ট্রিটে ঢুকে এই পুজো দেখতে হয়। প্রতিমার মঞ্চ থেকে কেশবচন্দ্র সেন স্ট্রিট পর্যন্ত গোটা রাস্তা ঢেকে তৈরি হয় মণ্ডপ। দর্শনার্থীদের বার করা হয় প্রতিমার মঞ্চের তলার জায়গা দিয়ে। পুজোর কয়েক দিন ওই রাস্তাই যাতায়াতের জন্য ব্যবহার করেন পাড়ার বাসিন্দারা। এ বারও সে ভাবেই মণ্ডপের কাজ শুরু হয়েছে। আর তা নিয়েই ধন্দে পড়েছেন পাড়ার বাসিন্দারা।
মণ্ডপে দর্শনার্থীর প্রবেশ যদি নিষিদ্ধ করা হয়, তা হলে প্রতিমার মঞ্চের নীচে ফাঁকা জায়গা দিয়ে পাড়ার লোকজন যাতায়াত করবেন কী করে? পুজোর অন্যতম উদ্যোক্তা প্রবন্ধ রায় বললেন, ‘‘এটা বড় সমস্যা। পুলিশের সঙ্গে কথা বলে পাড়ার লোকেদের কার্ড দেওয়া যায় কি না, দেখছি। এ ছাড়া উপায়ও নেই।’’