মে মাসের শেষ সপ্তাহেই বর্ষার আগমনের পদধ্বনি শুনছে কলকাতা শহর। স্বাভাবিক কারণেই শহরে জল জমে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছে কলকাতাবাসী। কিন্তু কলকাতা পুরসভার দাবি, তাদের প্রস্তুতির কারণে এ বার প্রবল বর্ষণেও কলকাতা শহরে আর জল জমে থাকবে না। কারণ, গত কয়েক বছরের তুলনায় এ বার এ বিষয়ে তারা অনেক আগে থাকতেই প্রস্তুতি সেরে ফেলেছে।
প্রসঙ্গত, বর্ষাকালে উত্তর কলকাতা তো বটেই দক্ষিণ কলকাতার সংযুক্ত এলাকায় জমা জলের কারণে প্রতি বছরই সমালোচনার মুখে পড়তে হয় পুরসভাকে। তাই এ বার কয়েক মাস আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়েছিল বলেই কলকাতা পুরসভার নিকাশি বিভাগের দাবি। এই সংক্রান্ত বিষয়ে তাঁরা বিস্তারিত মেয়র ফিরহাদ হাকিমকে জানিয়েছেন বলেই খবর। তা খতিয়ে দেখার পর মেয়র জানিয়েছেন, এ বার টানা প্রবল বৃষ্টিপাত হলেও, সেই জল কয়েক ঘণ্টার মধ্যে নামানো সহজ হবে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের অনুমান, জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা এসে যাবে পশ্চিমবঙ্গে। সেই পূর্বাভাস পাওয়ার পরেই সেচ দফতরের সঙ্গে আলোচনা শুরু করে কলকাতা পুরসভা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই ঠিক হয়, কলকাতা শহরের থাকা খালগুলি সংস্কার করা হবে। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে যৌথ ভাবে সংস্কারের কাজ হয়েছে। তা ছাড়া কলকাতা শহরের নিকাশি নালাগুলি ‘ডিস্টিলিং’ করে সেখানে জমে থাকা আবর্জনা বার করা হয়েছে। তাতেই কলকাতা পুরসভা আশা, এ বার বর্ষায় জমা জল নিয়ে আর দুর্ভোগে সইতে হবে না।