বছর দু’য়েক আগে আইনজীবী স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন আইনজীবী স্ত্রী। বর্তমানে আদালতে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই স্বামীই স্ত্রীর বাড়িতে গুন্ডা পাঠিয়ে লক্ষাধিক টাকা ডাকাতির অভিযোগে গ্রেফতার হলেন শুক্রবার। অভিযোগকারিণী কলকাতা হাই কোর্টের আইনজীবী কোয়েল মুখোপাধ্যায় জানান, তিনি ভাবতেও পারেননি এমন কিছুও করতে পারেন তাঁর স্বামী। ঘটনায় তাজ্জব তদন্তকারীরাও।
ঘটনার সূত্রপাত গত ২২ জানুয়ারি রাতে। বেলেঘাটার সুরাহ ইস্ট রোডে কোয়েলের বাড়িতে ভয়াবহ ডাকাতি হয়। তাঁকে বন্দুক ঠেকিয়ে নগদ লাখ খানেক টাকা এবং সোনা ও রুপোর গয়না লুঠ করে নিয়ে যান কয়েকজন দুষ্কৃতী। অভিযোগের ভিত্তিতে এর আগে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যাঁদের মধ্যে রয়েছেন বিহারের বাসিন্দাও।
শুক্রবার শুভাশিস দাশগুপ্ত নামে সল্টলেকের এক বাসিন্দাকে চেতলা সেন্ট্রাল রোড থেকে গ্রেফতার করে পুলিশ। তিনিই এই ডাকাতির ঘটনার মূলচক্রী বলে অনুমান পুলিশের।