আবার কলকাতায় মেট্রো বিভ্রাট। রবিবার সকাল থেকে ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) ভাঙা পথে মেট্রো পরিষেবা শুরু হয়। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। সকালে পুরোপথে পরিষেবা না-মেলায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
মেট্রোর মেরামতির জন্য পাওয়ার ব্লক করে শনিবার রাত থেকে কাজ হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার সকালেও পাওয়ার ব্লক তোলা হয়নি। তাই ব্লু লাইনে পুরোপথে মেট্রো চলছিল না। দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। এক ঘণ্টা বন্ধ থাকার পর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু হয়।
রবিবার সাধারণ ব্লু লাইনে সকাল ৯টা থেকে পরিষেবা চালু হয়। যাত্রীদের দাবি, স্টেশনে গিয়ে জানতে পারেন পরিষেবা বন্ধ। ঘোষণা করা হচ্ছে, অনিবার্য কারণে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে না। ময়দানের পর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন— দুই লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল।
আরও পড়ুন:
শনিবারও এই ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজের কারণে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ভাঙাপথে বেশ কিছুক্ষণ পরিষেবা চলে। গত মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা। ছুটির দিনও সেই একই ছবি।