Advertisement
১৯ এপ্রিল ২০২৪
calcutta

বাজ পড়ে কারশেডে আগুন, ব্যাহত মেট্রো পরিষেবা

দিন বাজ পড়ে আচমকাই আগুন ধরে যায় টালিগঞ্জ মেট্রোর কারশেডে। খবর যায় দমকলে। তারাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

- ফাইল ছবি।

- ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৩২
Share: Save:

ফের থমকাল মেট্রোর চাকা। এ বার যান্ত্রিক ত্রুটি নয়, বাজ পড়ে অগ্নিকাণ্ডের জেরে বিপর্যস্ত হল মেট্রো পরিষেবা। তার ফলে বুধবার সন্ধ্যের মুখে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

এ দিন বাজ পড়ে আচমকাই আগুন ধরে যায় টালিগঞ্জ মেট্রোর কারশেডে। খবর যায় দমকলে। তারাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যে ৬টা ১৪ মিনিটের পর কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ফের মেট্রো চলাচল শুরু হয়েছে।

সুরক্ষার কারণে এই সময় মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তার জন্যে কবি সুভাষ থেকে রবীন্দ্রসদন স্টেশনের মধ্যে প্রায় আধ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে ওই সময়ে দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করেছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “বাজ পড়ে বিপত্তি ঘটেছিল। বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে ৬টা ১৪ মিনিট পর্যন্ত দমদম থেকে ময়দানের মধ্যে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলেছে।”

আরও পড়ুন- থার্ড লাইনে আগুনের ফুলকি, ফের থমকাল মেট্রো​

আরও পড়ুন- মেট্রোর জন্য বিক্ষোভের ডাক​

যাত্রীদের অভিযোগ, ওই সময় কেন কবি সুভাষের দিকে মেট্রো বন্ধ রয়েছে? কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনও ঘোষণা হয়নি। তা নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তিও ছড়িয়ে পড়ে। ময়দান থেকে দমদমের মধ্যে মেট্রো দেরিতেও চলেছে বলে অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

metro calcutta মেট্রো
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE