Advertisement
E-Paper

শ্যামাপ্রসাদের নতুন মূর্তি বসাবে পুরসভাই

মার্চের প্রথম সপ্তাহে কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে বামপন্থী এক ছাত্র সংগঠনের বিরুদ্ধে।

অনুপ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০১:৫৪

কেওড়াতলা শ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিকৃত করে দেওয়া মূর্তি নতুন করে তৈরি করে দেবে কলকাতা পুরসভা।

মার্চের প্রথম সপ্তাহে কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে বামপন্থী এক ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এর বিরুদ্ধে বিক্ষোভে নামে বিজেপি। এমনকী ওই মূর্তি শুদ্ধ করতে দুধ দিয়ে তা স্নান করাতে হাজির হন বিজেপি কর্মীরা। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত পুলিশের কড়া প্রহরায় শুদ্ধকরণের কাজ বন্ধ করা হয়। সেই থেকে মূর্তিটি একই ভাবে রয়েছে।

মূর্তিটি যে হেতু পুরসভার এক উদ্যানের ভেতরে তাই পুরমহলেও প্রশ্ন উঠছে, যে মূর্তি ভাঙা নিয়ে এত দ্বন্দ্ব তা এখনও সারানো হচ্ছে না কেন? পুরসভার অধীনে থাকা একটি সুদৃশ্য উদ্যানে কেনই বা এতদিন ধরে একটা ভাঙা মূর্তি রাখা হচ্ছে? আর পুলিশই বা কতদিন তা পাহারা দেবে?

পুরসভার পার্ক ও উদ্যান দফতরের এক আধিকারিক জানান, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, কল্যাণী দাস থেকে সিদ্ধার্থশঙ্কর রায় সহ আরও কয়েকটি মূর্তি পুরসভা বসিয়েছে। তবে শ্যামাপ্রসাদের মূর্তি বসিয়েছে ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মারক সমিতি। তাই তাদেরই উদ্যোগী হতে হবে।

সমিতির এক সম্পাদক শুভেন্দু চট্টোপাধ্যায় সম্প্রতি মেয়র শোভন চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে আবেদন করেন নতুন করে মূর্তি বসানোর। সেই আবেদনের ভিত্তিতেই পুরসভা সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই সেখানে নতুন মূর্তি বসানো হবে। এবং
এর যাবতীয় খরচ বহন করবে পুর প্রশাসনই।

Syama Prasad Mukherjee statue Keoratala Burning Ghat KMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy