Advertisement
০৯ মে ২০২৪

ফের বিকল মেট্রো, আতঙ্ক

এক যাত্রীর কথায়, “বারবার কামরার আলো জ্বলছিল আর নিভে যাচ্ছিল। ট্রেনের গতিও কমে যাচ্ছিল।”

ভিড় উপচে পড়ে গিরিশ পার্ক স্টেশনে। বুধবার। নিজস্ব চিত্র

ভিড় উপচে পড়ে গিরিশ পার্ক স্টেশনে। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদাদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০৩:৪৫
Share: Save:

অফিসের ব্যস্ত সময়ে মেট্রো বিকল হয়ে আতঙ্ক এবং বিভ্রান্তি ছড়াল যাত্রীদের মধ্যে। যাত্রীদের অভিযোগ, ভোগান্তি চলেছে দিনভর।

মেট্রো সূত্রের খবর, বুধবার দমদম থেকে রওনা হওয়া একটি যাত্রী বোঝাই এসি রেক সকাল ১১টা ৩৫মিনিট নাগাদ গিরিশ পার্ক স্টেশনে পৌঁছনোর পরে, আচমকা তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক মিনিটের জন্য ওই আলো, এসি বন্ধ ছিল। এমনকী ওই সময় প্ল্যাটফর্ম ছেড়ে কয়েক মিটার এগিয়েও গিয়েছিল রেকটি। এই অবস্থায় সেটির দরজা খোলা যায়নি। মিনিট কয়েক পরে রেকটি পিছিয়ে প্ল্যাটফর্মে ফিরে আসে। দরজা খুলে সব যাত্রীকে নামানো হয়। ফাঁকা মেট্রো কবি সুভাষের দিকে রওনা হয়।

এক যাত্রীর কথায়, “বারবার কামরার আলো জ্বলছিল আর নিভে যাচ্ছিল। ট্রেনের গতিও কমে যাচ্ছিল।” আর এক যাত্রী বলেন, “অন্ধকার এসি রেক থেকে অনেকে হাত নেড়ে প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকজনকে দরজা খোলার জন্য বলছিলেন। অল্প সময়ের জন্য হলেও রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।”

মিনিট পাঁচেক পরে একটি নন এসি রেক এলে যাত্রীদের একাংশ ওই মেট্রোয় নিউ গড়িয়ার দিকে রওনা হন। ঘটনার জেরে ডাউন লাইনে শোভাবাজার, দমদমের মতো কয়েকটি স্টেশনে কয়েক মিনিট ট্রেন দাঁড়িয়ে পড়ে। মেট্রোর মুখ্য জনসংযোগ
আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন,“কিছু সময়ের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ চলে যায়। যাত্রীদের ওই স্টেশনে নামিয়ে দেওয়া হয়।” তিনি আরও জানান, কিছু দিন ধরে মেট্রোর বৈদ্যুতিক লাইনের ‘হাই স্পিড সার্কিট ব্রেকার’ বদলের কাজ চলছে।

এ দিন বেলগাছিয়া, শ্যামবাজার, যতীন দাস পার্কের মতো কয়েকটি স্টেশনে ওই কাজ চলছিল। সে জন্য সেন্ট্রাল সাবস্টেশন বন্ধ রেখে গিরিশ পার্ক থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছিল। তখনই লাইন ট্রিপ করায় অল্প সময়ের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ চলে যায়।

সূত্রের খবর, রাত পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। সন্ধ্যায় রবীন্দ্র সরোবর স্টেশনে নিউ গড়িয়ামুখী একটি নন এসি রেক ফের বিকল হয়ে পড়ে। মেট্রোর পরিভাষায় নো-মোটোরিং হয়ে ফের ট্রেন চলাচল ব্যাহত হয়। যাত্রীদের অভিযোগ, রাত পর্যন্ত ভুগিয়েছে মেট্রো। শেষ ট্রেনটিও এসেছে অনেক দেরিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Metro মেট্রো
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE