Advertisement
১৮ মে ২০২৪

বাড়ি থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ

পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামী ১৮ তারিখ থেকে ঋকের বি কম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা।

ঋক বসু

ঋক বসু

নিজস্ব সংবাদদাতা
ঋক বসু শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০২:৩৬
Share: Save:

নিজের বাড়ি থেকেই উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম ঋক বসু (২১)। বাড়ি গরফা থানা এলাকার পূর্বাচল-কালিকাপুর রোডের একটি আবাসনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।

পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিটের একটি নামী কলেজের ছাত্র ওই তরুণকে ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামী ১৮ তারিখ থেকে ঋকের বি কম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু সম্প্রতি তিনি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছিলেন। তা নিয়ে বাড়িতে অশান্তি হয়েছিল। মঙ্গলবারও তাঁকে বকুনি দেওয়া হয়। ঋকের আত্মীয়েরা জানিয়েছেন, ঋকের দাদা জার্মানিতে একটি নামী সংস্থায় কর্মরত। তাঁর সঙ্গে তুলনা করেও ছোট ছেলেকে বকুনি দিয়েছিলেন বাড়ির বড়রা। তার পরেই নিজের ঘরে ঢুকে যান ঋক। পুলিশ জানিয়েছে, রাতে ছেলেকে ঘর থেকে বেরোতে না দেখে সন্দেহ হয় পরিবারের বাকি সদস্যদের। এর পরেই ল্যাপটপে চার্জ দেওয়ার তার গলায় জড়িয়ে ঋককে সিলিং ফ্যান থেকে ঝুলতে দেখেন তাঁরা। পরে পড়শিদের ডেকে ছেলের দেহ নামিয়ে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। ছোট ছেলের মৃত্যু নিয়ে বুধবার কোনও কথা বলতে চাননি মৃতের বাবা দেবল বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rik Basu Student Suicide Death Dead Body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE