Advertisement
E-Paper

‘কেন এমন ঘটল, ভাবতে হবে সেটাও’

হঠাৎ ওই দুই তরুণ-তরুণীর আচরণ কেন এত জনের খারাপ লাগল, সে ভাবনাটা এড়িয়ে যাওয়াও ঠিক নয়। মেট্রোর কামরায় ওই দু’জনের আলিঙ্গনও সমর্থনযোগ্য নয়।

বাণী বসু (লেখক)

শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ০৩:২০
সোমবার দমদম মেট্রো স্টেশনে সহযাত্রীদের হাতে আক্রান্ত যুগল। এই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। নিজস্ব চিত্র

সোমবার দমদম মেট্রো স্টেশনে সহযাত্রীদের হাতে আক্রান্ত যুগল। এই ঘটনাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। নিজস্ব চিত্র

মেট্রোয় আলিঙ্গনরত দুই তরুণ-তরুণীকে মারধর করা নিয়ে ঝড় উঠেছে। ঝড় ওঠারই কথা। কোনও ভদ্র সমাজে কেউই কাউকে এ ভাবে মারধর করতে পারেন না। এ কাজ কখনওই ঠিক নয়। এর সমর্থন করছিও না। কিন্তু এত জন একসঙ্গে দু’জনের উপরে কেন এতটা অসন্তুষ্ট হলেন, সে দিকটাও ভেবে দেখা প্রয়োজন।

হঠাৎ ওই দুই তরুণ-তরুণীর আচরণ কেন এত জনের খারাপ লাগল, সে ভাবনাটা এড়িয়ে যাওয়াও ঠিক নয়। মেট্রোর কামরায় ওই দু’জনের আলিঙ্গনও সমর্থনযোগ্য নয়। শুধু মেট্রো কেন, প্রকাশ্যে শহরের কোথাওই কি ওই তরুণ-তরুণীর এই আচরণ সমর্থনযোগ্য? আমার তো মনে হয় না।

অনেকেই প্রগতিশীলতার নাম করে যৌন স্বাধীনতার পক্ষে সওয়াল করে থাকেন। সেই ভাবনায় জোর জোগাতে পশ্চিমী দুনিয়ায় সামাজিক আচরণের নানা উদাহরণও ব্যবহার করা হয়। কিন্তু কিছু জিনিস মাথায় রাখা জরুরি। প্রতিটা জায়গার আলাদা আলাদা আচরণ-বিধি থাকে। পশ্চিমে যা চলে, এ দেশে তা না-ই চলতে পারে। আমাদের দেশেও এ রকম অনেক কিছু করা সম্ভব, যা পশ্চিমে কেউ মেনে নেবেন না। বরং সেই আচরণকে অভদ্রতা বলবেন। পশ্চিমী দুনিয়ার সঙ্গে এখানকার আচরণ বিধির যে ফারাক, সে দিকটা মাথায় রেখে না চলতে পারলে আগামী দিনে আমাদের সমস্যা আরও বাড়বে। তা ছাড়া, পশ্চিমেও সামাজিক আচরণের নানা ভেদ-বিচার থাকে। কোন আলিঙ্গন ‘ফর্মাল’ এবং কোনটা ‘ইনফর্মাল’, তা খেয়াল রাখেই চলাফেরা করেন সে সব দেশের মানুষ। এই ধরনের প্রকাশ্য আলিঙ্গন যেহেতু আমাদের সমাজের অঙ্গ নয়, তাই সেই সব দিক নিয়ে এখানে তেমন আলোচনা হয় না। ফলে অনেকের জানাও থাকে না। আমাদের এখানে হঠাৎ যাঁরা পশ্চিমী হয়ে উঠতে চাইছেন, তাঁরাও সে সব দিকে খেয়াল রাখেন না অনেক ক্ষেত্রে।

তা ছাড়া, প্রকাশ্যে চুম্বন কিংবা আলিঙ্গন দিয়ে কি সত্যিই নিজেকে আধুনিক করে তোলা যায়? প্রগতিশীলতা তো আসার কথা মনে, মানসিক গঠনে এবং ভাবনায়। কে কতটা এগিয়ে ভাবতে পারছেন, তা-ই তো প্রমাণ করে দেবে, তিনি কতটা প্রগতিশীল।

সে দিনের মেট্রোর ঘটনাটি একটি উদাহরণ মাত্র। এমন ঘটনা প্রায় দিনই এ শহরের নানা প্রান্তে ঘটে। মেট্রোর কামরাতে তো ঘটেই থাকে। আমি নিজে নিয়মিত মেট্রোয় উঠি না। তবে পরিচিত যাঁরা মেট্রোয় যাতায়াত করেন, তাঁদের অনেকের মুখেই সে সব ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ পায়। তাঁরা অবশ্য মারমুখী হয়ে ওঠেন না। ওঠার কথাও নয়। কিন্তু তাঁদের অনেকেই বলে থাকেন যে, এ সবের কারণে মেট্রোয় যাতায়াত করতে ভাল লাগে না তাঁদের। তেমনটাও তো হওয়ার কথা নয়!

Couple Assault Metro Psychological Aspect
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy