Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Kolkata News

মদ না পেয়ে রেস্তরাঁকর্মীদের মার, দাপাল বেপরোয়া বাইক, বর্ষবরণের রাতে ধৃত ৫০০

শহরবাসী উৎসবে মেতেছিলেন বর্ষবরণের রাতে। পার্ক স্ট্রিটে নেমেছিল মানুষের ঢল। ভিড়ের সুযোগ নিয়ে অনেক জায়গাতেই অশালীন আচরণের অভিযোগ উঠেছে। মহিলাদের উদ্দেশে করা হয়েছে কটূক্তিও। বেশ কয়েকটি পানশালা এবং রেস্তরাঁয় গোলমালও হয়েছে।

বর্ষবরণের রাতে পুলিশের কড়া নজর ছিল শহর জুড়ে।

বর্ষবরণের রাতে পুলিশের কড়া নজর ছিল শহর জুড়ে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ২০:৪৪
Share: Save:

শহরবাসী উৎসবে মেতেছিলেন বর্ষবরণের রাতে। পার্ক স্ট্রিটে নেমেছিল মানুষের ঢল। ভিড়ের সুযোগ নিয়ে অনেক জায়গাতেই অশালীন আচরণের অভিযোগ উঠেছে। মহিলাদের উদ্দেশে করা হয়েছে কটূক্তিও। বেশ কয়েকটি পানশালা এবং রেস্তরাঁয় গোলমালও হয়েছে।

সল্টলেকের একটি রেস্তরাঁয় গভীর রাতে মদের আবদার না মেটানোয়, রেস্তরাঁকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। বিধাননগর পুলিশ অবশ্য দুই মহিলা-সহ ৬ তাণ্ডবকারীকে গ্রেফতার করেছে।

বর্ষবরণের রাতে বেপরোয়া হয়ে উঠেছিল বাইকও। কারও মাথায় হেলমেট। কারও মাথা আবার একেবারেই ফাঁকা। কেউ মত্ত অবস্থাতেই ছোটালেন দ্বিচক্রযান!

আরও পড়ুন: বছরের শুরুতেই থমকাল মেট্রো, নাজেহাল যাত্রীরা

অভব্য আচরণ এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শহর জুড়ে বিভিন্ন রেস্তরাঁ এবং পানশালায় অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন: কো-অপারেটিভ নিয়ে ঝামেলার জেরেই কি ক্যাব-চালক খুন?

পুলিশের কড়া নজর ছিল শহর জুড়ে। যেখানে সমস্যা দেখা দিয়েছে, দ্রুত পৌঁছে গিয়েছে পুলিশ। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলাও করতে দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া ভাবে এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে ১৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ২৬৭ জনকে অভব্যতার কারণে গ্রেফতার করা হয়। বর্ষবরণের রাতে এ বার কলকাতা পুলিশের মহিলা বাহিনী ‘দ্য উইনার্স’-এর নজর ছিল সর্বত্রই। মহিলাদের উদ্দেশে কটূক্তি বা অশ্লীল আচরণ করলেই পাকড়াও করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE