পশ্চিমবঙ্গ ক্যাডারের সিনিয়র আইএএস আধিকারিক সৌমিত্র মোহনের নামে সমাজমাধ্যমে জাল প্রোফাইল খুলে টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রাজস্থানের ভরতপুর থেকে ধৃত ওই যুবককে ট্রানজিট রিমান্ডে শহরে আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম বিজয় শাহু। তিনি ভরতপুরের একটি কচুরির দোকানের কর্মচারী। সৌমিত্রের নামে জাল প্রোফাইল খুলে তাঁর পরিজন এবং বন্ধুদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পরেই ওই আইএএস অফিসার লালবাজারের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রের খবর, মোবাইল ফোনের সুত্র ধরে বিজয়কে ভরতপুর থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বিজয়ের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল নির্দোষ। তিনি একটি দোকানে কাজ করেন। সরকারি আইনজীবীর দাবি, ঋত ব্যক্তি সকালে কচুরির দোকনে কাজ করেন, পাশাপাশি, সাইবার প্রতারণার কাজেও জড়িত।