প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনে গিয়ে প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন। ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ় হামিদুল্লা এক্স পোস্টে রাজনাথের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘‘সম্মাননীয় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’’
বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জ়িয়ার প্রতি ভারত সরকারের তরফে রাজনাথ নাথ শ্রদ্ধা প্রদর্শন করেছেন বলেও এক্স পোস্টে লিখেছেন রিয়াজ়। তাঁর এক্স পোস্টে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, রাজনাথকে খালেদার ছবির সামনে বসে শোকবার্তা লিখতে। মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা প্রয়াত হয়েছিলেন। বুধবার তাঁর শেষকৃত্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও পড়ুন:
বুধবার দুপুরে ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর ৩টে ৩ মিনিটে খালেদার ‘জানাজা’ শুরু হয়। শেষ হয় ৩টে ৫ মিনিটে। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি এসেছিলেন লক্ষাধিক সাধারণ মানুষ। জানাজা শেষে নিরাপত্তার ঘেরাটোপে খালেদার মরদেহ সংসদ ভবন থেকে মিয়া অ্যাভিনিউ এলাকায় জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়। সমাধির কাছাকাছি পৌঁছোনোর পর খালেদার মরদেহবাহী কফিন কাঁধে তুলে নেন স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার প্রধান। রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল সাড়ে ৪টে নাগাদ জিয়া উদ্যানে তাঁর স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জ়িয়াউর রহমানের পাশে সমাধিস্থ করা হয় খালেদাকে।