কলকাতায় এটিএম জালিয়াতির নেপথ্যে রয়েছে রোমানীয়রাই, এতদিন এ বিষয়ে কার্যত নিশ্চিত ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। এ বার কলকাতায় ধরা পড়ল এটিএম জালিয়াতির একটি দেশি গ্যাং।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশন থেকে ওই দেশি গ্যাংয়েরই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৮টি এটিএম কার্ড, স্কিমিং ডিভাইস এবং একটা ল্যাপটপ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন মুদাস্সর খান এবং ইরফানুদ্দিন। তারা দুজনেই বিহারের গয়ার বাসিন্দা। কলকাতার যাদবপুর এবং তিলজলায় ভাড়া থাকেন। ওই দিন সন্ধ্যায় দার্জিলিং মেল ধরার জন্য তাঁরা শিয়ালদহ স্টেশনে এসেছিলেন, তখনই তাঁদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।