Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এটিএম তদন্ত এ বার তিহাড়ে

সম্প্রতি কলকাতায় অন্তত ৮০ জন এটিএম জালিয়াতির শিকার হয়েছেন। সেই ঘটনায় দিল্লি থেকে দুই রোমানীয় নাগরিক ওভিডিউ সিমন পপিস্কু এবং দিমিত্রু ক্যালিনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে দু’জনেই আছে লালবাজারের হাজতে। জেরায় তারা জানিয়েছে, এই চক্রে তাদের উপরেও রাঘববোয়ালেরা রয়েছে। সহজে উপার্জনের তাগিদে কমিশনের বিনিময়ে এই দুষ্কর্ম করত তারা। তাদের বক্তব্যের সূত্র ধরে চক্রের চাঁইয়ের খোঁজ করছেন গোয়েন্দারা।

তথ্য হাতানোর জন্য কি-প্যাডে লাগানোর স্কিমার। নিজস্ব চিত্র

তথ্য হাতানোর জন্য কি-প্যাডে লাগানোর স্কিমার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৩:৪০
Share: Save:

কলকাতায় এটিএম জালিয়াতির তদন্তে দিল্লি গিয়ে দুই বিদেশিকে গ্রেফতার করেছেন তাঁরা। ওই তদন্তে আবার ভিন্‌ রাজ্যে পাড়ি দিচ্ছেন লালবাজারের গোয়েন্দারা।

পুলিশি সূত্রের খবর, কার্ড জালিয়াতির ঘটনায় তিহ়াড় জেলে বন্দি এক অবসরপ্রাপ্ত কর্নেলকে জেরা করার ব্যাপারে সেখানকার আদালতে আর্জি জানানো হতে পারে। আলোচনা করা হতে পারে দিল্লি পুলিশের সঙ্গেও। মে মাসে সেখানে একই অপরাধে অন্য দুই রোমানীয় যুবক ধরা পড়েছিল। শুধু তা-ই নয়, গত কয়েক মাসে পানজিম, হায়দরাবাদ, জয়পুর-সহ বিভিন্ন শহরে এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় রোমানীয় নাগরিকেরা গ্রেফতার হয়েছে। ওই সব শহরের পুলিশের সঙ্গেও যোগাযোগ করবেন লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার অফিসারেরা।

সম্প্রতি কলকাতায় অন্তত ৮০ জন এটিএম জালিয়াতির শিকার হয়েছেন। সেই ঘটনায় দিল্লি থেকে দুই রোমানীয় নাগরিক ওভিডিউ সিমন পপিস্কু এবং দিমিত্রু ক্যালিনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে দু’জনেই আছে লালবাজারের হাজতে। জেরায় তারা জানিয়েছে, এই চক্রে তাদের উপরেও রাঘববোয়ালেরা রয়েছে। সহজে উপার্জনের তাগিদে কমিশনের বিনিময়ে এই দুষ্কর্ম করত তারা। তাদের বক্তব্যের সূত্র ধরে চক্রের চাঁইয়ের খোঁজ করছেন গোয়েন্দারা।

এক পুলিশকর্তা বলেন, ‘‘চক্রের চাঁইকে ধরতে না-পারলে এমন অপরাধ ফের ঘটতে পারে।’’ গোয়েন্দারা জানাচ্ছেন, বিভিন্ন শহরে রোমানীয় যুবকেরা একই ধরনের অপরাধ করে বেড়াচ্ছে। তার মানে এদের মাথার উপরে এক বা একাধিক লোক রয়েছে। তারা কারা, সেটা খুঁজে বার করাটাই এখন চ্যালেঞ্জ।

পুলিশি সূত্রের খবর, এপ্রিলে পপিস্কুর সঙ্গে আর এক রোমানীয় যুবক কলকাতায় আসে। সে এখনও ধরা পড়েনি। তারা কসবার একটি হোটেলে উঠেছিল। শহরের বিভিন্ন হোটেলে নজরদারি বাড়াতে বলা হয়েছে। জেরায় ধ়ৃতেরা সম্প্রতি দু’বার নেপাল সফরের কথাও জানিয়েছে। অল্প সময়ের ফাঁকে দুই রোমানীয় হঠাৎ নেপাল গেল কেন, সেই প্রশ্নও উঠছে। তারা বলছে, নেপাল থেকে এই চক্র চালানো হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা উচিত। এ ব্যাপারে হেফাজতে থাকা দুই রোমানীয়কে আরও খুঁটিয়ে জেরা করা হবে বলে জানায় পুলিশ।

কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Fraud Police Investigation Tihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE