Advertisement
০২ এপ্রিল ২০২৩

অবাধ্য গতি রুখতে জোরালো ক্যামেরা

চাঁদনি চক মোড়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে গেল গাড়িটি। পুলিশ না থাকায় পার পেয়ে গেলেন চালক। দিনে তো বটেই, রাতেও এ ভাবেই কাছাকাছি ট্র্যাফিক পুলিশ না দেখলেই গতি বাড়ানোর অভ্যাস রয়েছে চালকদের। বেপরোয়া ওই গতির জন্য দুর্ঘটনাও ঘটছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

অমিতাভ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০১:২৯
Share: Save:

চাঁদনি চক মোড়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে গেল গাড়িটি। পুলিশ না থাকায় পার পেয়ে গেলেন চালক। দিনে তো বটেই, রাতেও এ ভাবেই কাছাকাছি ট্র্যাফিক পুলিশ না দেখলেই গতি বাড়ানোর অভ্যাস রয়েছে চালকদের। বেপরোয়া ওই গতির জন্য দুর্ঘটনাও ঘটছে।

Advertisement

কিন্তু পুলিশ থাকুক বা না-ই থাকুক, গতি বাড়িয়ে ছুটলে আর পার পাবেন না চালকেরা। শহরের ব্যস্ত ৫০০ মোড়ে লাগানো হচ্ছে এমন ক্যামেরা, যা দিয়ে গাড়ির নম্বর প্লেটের স্পষ্ট ছবি হবে। দেখা যাবে কত গতিতে কখন গাড়িটি ছুটে গেল। লালবাজার কন্ট্রোল রুমের অফিসারেরা সেটা দেখে ওই গাড়িটি চিহ্নিত করে ব্যবস্থা নেবেন। সূত্রের খবর, সেই সঙ্গে ওই এএনপিআর (অটোমেটিক নাম্বার প্লেট রেকগনাইজেশন) ক্যামেরায় ধরা পড়া ছবিও পাঠানো হবে গাড়ির মালিককে।

ইতিমধ্যে কলকাতা পুলিশ বিভিন্ন মোড়ে সিসিটিভি লাগিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছে। পুলিশ জানিয়েছে, এখন কয়েকটি মোড়ে ওই এএনপিআর ক্যামেরা লাগিয়ে বেপরোয়া গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে তা বিভিন্ন রাস্তার মোড়ে বসানো হবে। পুলিশকর্তারা জানাচ্ছেন, রাস্তার কোনও মোড়ে পুলিশ না থাকলেও কোনও গাড়ি যদি আইন ভাঙে, তার প্রমাণ ছবির মাধ্যমেই চলে আসবে পুলিশের হাতে। আর যেহেতু এই ক্যামেরা নম্বর প্লেট পড়তে পারে, তাই মামলায় প্রমাণ দাখিল করতেও অসুবিধা হবে না পুলিশের।

এত দিন ট্র্যাফিক আইন অমান্য করে কোনও গাড়ি গেলে তাকে ধরা মুশকিল হচ্ছিল। গাড়ির রেজিস্ট্রেশনের সময় মালিকদের দেওয়া ফোন নম্বর পরে পাল্টে যাওয়ায় তাঁদের ধরা যাচ্ছিল না। এ বার গাড়ির নতুন রেজিস্ট্রেশনের সঙ্গে মালিকের মোবাইল নম্বরও যোগ করতে অনুরোধ করবে পুলিশ। যাতে আইন না-মানা গাড়ির নম্বর দেখেই সহজে মালিককে ডাকা যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.