Advertisement
E-Paper

ধর্মতলা থেকে উদ্ধার ব্যাগভর্তি কার্তুজ! বাসস্ট্যান্ডে পুলিশি হানায় গ্রেফতার পূর্ব বর্ধমানের তরুণ

ধর্মতলায় বাসস্ট্যান্ড থেকে কার্তুজ-সহ গ্রেফতার হলেন এক তরুণ। তাঁর থেকে ১২০টি কার্তুজ পাওয়া গিয়েছে। এই কার্তুজ তিনি কোথা থেকে আনছিলেন, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২১:২৮
রবিবার বিকেলে ধর্মতলায় ব্যাগভর্তি কার্তুজ-সহ গ্রেফতার পূর্ব বর্ধমানের তরুণ।

রবিবার বিকেলে ধর্মতলায় ব্যাগভর্তি কার্তুজ-সহ গ্রেফতার পূর্ব বর্ধমানের তরুণ। —নিজস্ব চিত্র।

কলকাতার ধর্মতলা থেকে উদ্ধার হল ব্যাগভর্তি কার্তুজ! ধর্মতলা বাসস্ট্যান্ডে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে সেগুলি উদ্ধার হয়। ঘটনায় রামকৃষ্ণ মাঝি নামে ২৬ বছর বয়সি এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকায়। এতগুলি কার্তুজ নিয়ে ওই তরুণ কোথায় যাচ্ছিলেন, সেগুলি পাচারের কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে ধর্মতলা বাসস্ট্যান্ডে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। ওই সময়ে ১২বি বাসস্ট্যান্ডে এসবিএসটিসির টিকিট কাউন্টারের পাশে ব্যাগ-সহ ধরা পড়েন রামকৃষ্ণ। তাঁর চলাফেরা সন্দেহজনক হওয়ায় অভিযুক্তকে থামিয়ে তল্লাশি শুরু করেন এসটিএফের আধিকারিকেরা। তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় ১২০টি কার্তুজ। এর মধ্যে ১০০টি ৮ এমএম বন্দুকের কার্তুজ এবং ২০টি ৭.৬৫ এমএম বন্দুকের কার্তুজ।

ধৃত তরুণ ওই কার্তুজগুলি কোথা থেকে আনছিলেন, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, সেই বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এসটিএফের আধিকারিকেরা। শতাধিক কার্তুজভর্তি ব্যাগটি কোথাও পাচার করার পরিকল্পনা ছিল কি না, সেটিও ভাবাচ্ছে পুলিশকে। সে ক্ষেত্রে ওই কার্তুজগুলি কোথাও হাতবদল হওয়ার কথা ছিল কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে। সোমবার ধৃত তরুণকে আদালতে পেশ করা হবে।

এর আগে গত মার্চ মাসে শিয়ালদহ স্টেশন থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। সেটিও কলকাতা পুলিশের এসটিএফের অভিযানেই পাওয়া গিয়েছিল। শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। ৪২ বছর বয়সি ওই যুবকের বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকায়। বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন তিনি। শিয়ালদহ স্টেশনে অস্ত্র উদ্ধারের দু’মাস যেতে না যেতেই ফের ধর্মতলায় অভিযান চালিয়ে সাফল্য পেল এসটিএফ।

Kolkata Police Dharmatala Ammunition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy