সপ্তাহের প্রথম কাজের দিনের মতো দ্বিতীয় দিনেও যানজটের প্রভাবে বেশ কিছুক্ষণ থমকে গেল শহরের কেন্দ্রস্থল। সোমবার তৃণমূলের সভার জন্য সারা দিনই যানজটে নাকাল হয়েছেন শহরবাসী। মঙ্গলবার দুপুরে ছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপি-র মিছিল। বিকেল হতেই শুরু হয় ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত সিপিএমের মিছিল। এই জোড়া কর্মসূচির দাপটে দুপুর ও সন্ধ্যার দিকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধে হয়ে পড়ে ধর্মতলা, লেনিন সরণি, জওহরলাল নেহরু রোড, এসপ্ল্যানেড ইস্ট, এস এন ব্যাানর্জি রোড, ওয়েলিংটন ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একাংশ। অভিযোগ, দুপুরের চেয়েও সন্ধ্যার মিছিলে বেশি নাকাল হন মানুষ।
দুপুর ১.৪৫। ওয়েলিংটন থেকে কলেজ স্ট্রিটগামী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে স্কুল ফেরত ছাত্র-ছাত্রীরা। কয়েকজন জানায়, যানজটের আশঙ্কায় বাসে না উঠে হাঁটতে শুরু করে তারা।
দুপুর ৩.১০। এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলা পৌঁছল বিজেপির বিশিষ্ট জনদের মিছিল। তখন ওই রাস্তায় গাড়ির লম্বা লাইন। ধর্মতলামুখী এক বাসচালক জানালেন, মৌলালি মোড় থেকে ধর্মতলা মোড়ে আসতে প্রায় এক ঘণ্টা লেগেছে। এস এন ব্যনার্জি রোড অবরুদ্ধ হওয়ার প্রভাব পড়েছে সংযোগকারী রাস্তাগুলিতেও।