Advertisement
২৫ এপ্রিল ২০২৪

যাত্রীদের জন্য হেল্পলাইন, বাসে সাঁটা হল পোস্টার

বাসের রেষারেষি ঠেকাতে এ বার সরাসরি যাত্রীদের দ্বারস্থ হল কলকাতা ট্র্যাফিক পুলিশ।

বাসে পোস্টার আটকাচ্ছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার। নিজস্ব চিত্র

বাসে পোস্টার আটকাচ্ছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০০:৫৪
Share: Save:

বাসের রেষারেষি ঠেকাতে এ বার সরাসরি যাত্রীদের দ্বারস্থ হল কলকাতা ট্র্যাফিক পুলিশ। যাত্রীরা যাতে বেপরোয়া বাসচালক ও কন্ডাক্টরদের বিরুদ্ধে সরাসরি পুলিশে অভিযোগ জানাতে পারেন, তার জন্য বাসের ভিতরেই সাঁটা হল হেল্পলাইন নম্বর লেখা পোস্টার।

ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার যাদবপুর ট্র্যাফিক গার্ডের তরফে বিভিন্ন বাসের ভিতরে ওই পোস্টার সাঁটার কাজ করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। এ দিন প্রায় ২০০টি পোস্টার লাগানো হয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন বাসে। ওই পড়ুয়ারা যাত্রীদের বলেছে, বাসে কোনও রকম অনিয়ম দেখলেই তাঁরা যেন পোস্টারে থাকা কলকাতা পুলিশের টোল-ফ্রি নম্বর ১০৭৩-এ অভিযোগ জানান।

ওই পোস্টারে বলা হয়েছে, বাসচালক যদি রেষারেষি করেন, ফোনে কথা বলতে বলতে বাস চালান অথবা বাসকর্মীরা যদি কোনও যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন, তা হলে ওই টোল-ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। লালবাজার ট্র্যাফিক কন্ট্রোলের ওই নম্বরে ফোন গেলে সেখানকার কর্মীরা সংশ্লিষ্ট এলাকার ট্র্যাফিক গার্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়ে দেবেন। পরে সেই ট্র্যাফিক গার্ডের অফিসার অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

লালবাজার জানিয়েছে, যাত্রীদের সচেতন করার পাশাপাশি ট্র্যাফিক আইন ভাঙায় অভিযুক্ত অটো এবং গাড়িচালকদের রাস্তায় নামিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করানো হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। যে সব গাড়িচালক ট্র্যাফিক আইন ভেঙেছেন, তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে বিভিন্ন ট্র্যাফিক গার্ডের তরফে। পুলিশের দাবি, অভিযুক্ত চালকেরা পথে নেমে হাতেকলমে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলে নিজেদের ভুল বুঝতে পারবেন। তা হলে হয়তো আগামী দিনে ট্র্যাফিক আইন মেনে চলার ক্ষেত্রে আরও বেশি করে সতর্ক হবেন তাঁরা।

ট্র্যাফিক পুলিশের এক কর্তা বলেন, ‘‘প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ওই গাড়িচালকদের দিনে প্রায় দু’ঘণ্টা করে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। ওঁরা পথচারীদের ট্র্যাফিক আইন মানতে সাহায্য করছেন। পাশাপাশি গাড়ি ও মোটরবাইক চালকদের ভুল শুধরে দিচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Transport Kolkata Traffic Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE