আর কিছু দিনের মধ্যেই চালু হতে চলেছে ট্র্যাফিক মামলা সংক্রান্ত ‘ই-কোর্ট’। ওই ব্যবস্থা চালু হলে ট্র্যাফিকের বিভিন্ন মামলার জরিমানা সরাসরি অ্যাপের মাধ্যমেই জমা দেওয়া যাবে। তার জন্য আর আদালতে ছুটতে হবে না। ওই ই-আদালতের সঙ্গেই চালু হবে এনআইসি ই-চালান। যাতে দেশের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে ট্র্যাফিক পুলিশ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
লালবাজার জানিয়েছে, ই-কোর্ট এবং এনআইসি ই-চালান চালু হলে পুলিশকর্মীদেরও অনেক সুবিধা হবে। যেমন, কোনও গাড়িচালক দেশের অন্য কোথাও ট্র্যাফিক আইন ভেঙেছেন কি না, সহজেই তা জানা যাবে। এর পাশাপাশি, অ্যাপের মাধ্যমে জরিমানার ব্যবস্থা চালু হওয়ায় যে কোনও সময়ে, যে কোনও জায়গা থেকেই তা দেওয়া যাবে।
অন্য দিকে, এ বার থেকে রাস্তায় গাড়ি চালানোর সময়ে ট্র্যাফিক আইন অমান্য করার ফলে পুলিশ ধরলে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির অন্যান্য নথি ট্র্যাফিক পুলিশ অফিসারকে দেখালেই চলবে। লালবাজার জানিয়েছে, ওই ডিজিটাল লাইসেন্স বা নথি যাতে অফিসারেরা দেখেন, তার জন্য নির্দেশ জারি করা হয়েছে। তবে পুলিশ ‘ডিজি লকার’ বা ‘এম পরিবহণ’ অ্যাপে থাকা ওই সমস্ত ডিজিটাল নথি এখনই বাজেয়াপ্ত করতে পারবে না। দেশের বিভিন্ন রাজ্যে অবশ্য আগেই এই ডিজিটাল নথি প্রামাণ্য হিসাবে গৃহীত হয়েছে।