ডিজ়েল কিংবা সিএনজি চালিত গাড়ি রাস্তায় দূষণ ছড়ালে এ বার থেকে সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সূত্রের খবর, পেট্রল চালিত গাড়ির পাশাপাশি যাতে ডিজ়েল, এলপিজি এবং সিএনজি চালিত গাড়ির দূষণও পরীক্ষা করা যায়, তার জন্য অত্যাধুনিক যন্ত্র (স্মোক মিটার) কিনেছে লালবাজার। আপাতত কেনা হয়েছে এমন ৩০টি যন্ত্র। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ২৬টি ট্র্যাফিক গার্ডকে ওই স্মোক মিটার দেওয়া হয়েছে। দু’টি স্মোক মিটার পেয়েছে কলকাতা পুলিশের অ্যান্টি-পলিউশন সেল।
ট্র্যাফিক পুলিশের কর্তারা জানাচ্ছেন, বর্তমানে পুলিশের হাতে থাকা দূষণ-রোধী যন্ত্র দিয়ে ডিজ়েল বা গ্যাস চালিত গাড়ি, এমনকি ভারত স্টেজ-৬ গাড়ির দূষণও পরিমাপ করা যায় না। পুলিশের ধারণা, এই ক্ষেত্রে বিশেষ ভাবে কার্যকর হবে স্মোক মিটার। সেগুলি দিয়ে দূষণ ছড়ানো বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে।
ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, স্মোক মিটার কেনার জন্য বছর দুয়েক আগে লালবাজারের তরফে কলকাতা পুরসভাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রাথমিক ভাবে সেই প্রস্তাব মঞ্জুর না হলেও পরে পুরসভা তাতে সবুজ সঙ্কেত দেয়। পুলিশ সূত্রের খবর, ৩০টি স্মোক মিটার কেনার জন্য খরচ হয়েছে প্রায় এক কোটি ৪০ লক্ষ টাকা। ভবিষ্যতে প্রয়োজনে এই যন্ত্রের সংখ্যা বাড়ানো হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)