Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Library

চলন্ত ট্রামে শিশুদের গ্রন্থাগার

দেশ-বিদেশের শিশু সাহিত্যের বড়সড় সম্ভার থাকছে চলমান ওই গ্রন্থাগারে।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০৪:১৯
Share: Save:

ছোটদের বইয়ের আস্ত একটা দুনিয়া ট্রামে সওয়ার হয়ে ছুটবে কলকাতার উত্তর থেকে দক্ষিণে। অর্থাৎ, গড়িয়াহাট থেকে শ্যামবাজার। আজ, শনিবার, শিশু দিবস উপলক্ষে এই পরিষেবা চালু করছে রাজ্য পরিবহণ নিগম। ১৮ বছরের কম বয়সি পড়ুয়াদের ভাড়া লাগবে না। তাদের অভিভাবকেরা বাতানুকূল ট্রামের ভাড়া দিয়েই সফরের সুযোগ পাবেন। রাজ্য পরিবহণ নিগম এর আগে ট্রামে গ্রন্থাগার চালু করেছিল।
দেশ-বিদেশের শিশু সাহিত্যের বড়সড় সম্ভার থাকছে চলমান ওই গ্রন্থাগারে। ট্রামটিকে নানা ছবি দিয়ে সাজানো হয়েছে। ভবিষ্যতে ওই ট্রামে শিশুদের গল্প ও কবিতা পাঠের আসরও বসানো হবে বলে জানানো হয়েছে। রাজ্য পরিবহণ নিগমের ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বললেন, ‘‘শিশুদের সঙ্গে বইয়ের পরিচিতি ঘটানোর জন্য ট্রাম সফরের চেয়ে ভাল আর কী হতে পারে। এই শহরের রাস্তাঘাট, পরিবহণ ব্যবস্থা— বইয়ের হাত ধরে সব কিছুর সঙ্গেই ওদের আত্মীয়তা গড়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Library Trum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE