Advertisement
০২ মে ২০২৪

যাবজ্জীবন

নাবালিকাদের উপরে যৌন নির্যাতন প্রতিরোধ আইনে প্রথম সাজা ঘোষণা হল বারাসত আদালতে। বারাসত মহিলা থানা তৈরির পরে উপরোক্ত আইনে সাজাও এই প্রথম। তৃতীয় শ্রেণির এক ছাত্রীর উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে শুক্রবার এক শিক্ষককে দশ বছরের কারাদণ্ড দিল বারাসত আদালত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০০:০৯
Share: Save:

নাবালিকাদের উপরে যৌন নির্যাতন প্রতিরোধ আইনে প্রথম সাজা ঘোষণা হল বারাসত আদালতে। বারাসত মহিলা থানা তৈরির পরে উপরোক্ত আইনে সাজাও এই প্রথম। তৃতীয় শ্রেণির এক ছাত্রীর উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগে শুক্রবার এক শিক্ষককে দশ বছরের কারাদণ্ড দিল বারাসত আদালত। অভিযুক্তের নাম সন্দীপ দাস। সরকারি কৌঁসুলি বিপ্লব রায় জানান, বারাসত আদালতের অতিরিক্ত দ্বিতীয় জেলা বিচারক শান্তনু ঝা সন্দীপকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা ধার্য করেন। ২০১৩-র ২৬ সেপ্টেম্বর বারাসতেরই বাসিন্দা, কম্পিউটার শিক্ষক সন্দীপ ওই ছাত্রীর উপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। তদন্তে নেমে বারাসত মহিলা থানার ওসি সীমা দত্ত রায় দেখেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও এমন একাধিক অভিযোগ ছিল। তার পরেই সন্দীপকে গ্রেফতার করা হয় এবং সাত দিনে চার্জশিট দেয় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE