Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভোটের মুখে ১১ কোটি নগদ, ১০ কোটির সোনা-রুপো উদ্ধার রাজ্যে, কড়া নজরদারি কমিশনের 

ভোটের সময় হিসাব বহির্ভূত টাকার লেনদেন রুখতে টোল ফ্রি নম্বরও চালু করেছে আয়কর দফতর: ১৮০০-৩৪৫-৫৫৪৪।

ভোটে হিসাব বহির্ভুত টাকা উদ্ধারে কড়া নজর কমিশনের।

ভোটে হিসাব বহির্ভুত টাকা উদ্ধারে কড়া নজর কমিশনের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ২০:১৭
Share: Save:

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে বিপুল পরিমাণে হিসাব বহির্ভূত টাকা মিলছে। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং আয়কর বিভাগের তল্লাশিতে এখনও পর্যন্ত প্রায় ১১ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। শুধু টাকা নয়, পাল্লা দিয়ে আটক হচ্ছে সোনা এবং রুপোও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত এ রাজ্যে প্রায় ১০ কোটি টাকার সোনা এবং রূপো আটক হয়েছে।

ভোটের সময় বেআইনি লেনদেনের উপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। নগদ টাকা নিয়ে ধরা পড়ার পর বৈধ নথিপত্র দেখাতে না পারলে তা বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এমনকি, কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ১০ লক্ষ টাকার বেশি লেনদেন হয় এবং সেই গ্রাহক টাকার উৎস জানাতে ব্যর্থ হন, তা হলে পুলিশ এবং আয়কর দফতর পদক্ষেপ করতে পারে।

ভোটের সময় হিসাব বহির্ভূত টাকার লেনদেন রুখতে টোল ফ্রি নম্বরও চালু করেছে আয়কর দফতর: ১৮০০-৩৪৫-৫৫৪৪। এ ছাড়া দু’টি মোবাইল নম্বরের মাধ্যমেও খবর জানানো যাবে: ৬২৮৯৭-০২৯২২ এবং ৬২৮৯৭-০৪১৪৬।

আরও পড়ুন: রাজ্যের পুলিশ পর্যবেক্ষক আরএসএস ঘনিষ্ঠ, ছবি দেখিয়ে দাবি মমতার

আরও পড়ুন: ম্যাট্রিমনিয়াল সাইট দেখে ছেলের বিয়ের সম্বন্ধ, টাকা গয়না খুইয়ে প্রাণ বাঁচিয়ে ফিরল ছেলের পরিবার

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE