Advertisement
০৬ মে ২০২৪

কার্ডের তথ্য জেনে টাকা লোপাট

অচেনা নম্বরের ফোনে কোনও গ্রাহক যাতে তাঁর এটিএম কার্ড সংক্রান্ত কোনও তথ্য না জানান, সে ব্যাপারে তাঁদের কাছে একাধিক বার আবেদন করেছে প্রশাসন। কিন্তু তার পরেও যে গ্রাহকদের একাংশের হুঁশ ফিরছে না, ফের তার প্রমাণ মিলল সল্টলেকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০০:৫৩
Share: Save:

অচেনা নম্বরের ফোনে কোনও গ্রাহক যাতে তাঁর এটিএম কার্ড সংক্রান্ত কোনও তথ্য না জানান, সে ব্যাপারে তাঁদের কাছে একাধিক বার আবেদন করেছে প্রশাসন। কিন্তু তার পরেও যে গ্রাহকদের একাংশের হুঁশ ফিরছে না, ফের তার প্রমাণ মিলল সল্টলেকে।

এক গ্রাহকের এটিএম কার্ডের তথ্য জেনে টাকা হাতানোর ঘটনায় ঝাড়খণ্ড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। ধৃতের নাম আজাউদ্দিন আনসারি। বুধবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত বছরের ডিসেম্বর মাসের শেষে সল্টলেকের বাসিন্দা শ্যামানন্দ রায়ের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোনে শ্যামানন্দবাবুকে তাঁর এটিএম কার্ড সংক্রান্ত কিছু তথ্য জানিয়ে প্রথমে বিশ্বাস অর্জন করে। এর পরে শ্যামানন্দবাবুর দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কার্ডের গুরুত্বপূর্ণ সব তথ্যও জেনে নেয়
ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, তার পরেই দেখা যায়, শ্যামানন্দবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে ৮৩ হাজার ৬৭৭ টাকা। তখনই বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন শ্যামানন্দবাবু।

পুলিশি তদন্তে উঠে আসে ভিন্‌ রাজ্যের দুষ্কৃতীদের জড়িত থাকার সম্ভাবনা। টানা পাঁচ মাস তদন্ত চালিয়ে সোমবার ঝাড়খণ্ডের দেওঘর থেকে পুলিশ আটক করে আজাউদ্দিনকে। কথাবার্তায় অসঙ্গতি মেলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারী অফিসারদের অনুমান, এই ঘটনায় জড়িত রয়েছে ঝাড়খণ্ডের একটি দল। ধৃতকে জেরা করে সে বিষয়ে তথ্য মিলতে পারে বলেও ধারণা পুলিশের। বিধাননগরের এক পুলিশ কর্তা জানান, গ্রাহকদের সচেতন করতে লাগাতার প্রচার চালানো হচ্ছে। তা সত্ত্বেও গ্রাহকদের একাংশের হুঁশ ফিরছে না। তাই সচেতনতার প্রচারে আরও জোর দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM card Loot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE