Advertisement
২৭ জুলাই ২০২৪

আর্সেনিকযুক্ত কল মেরামতি শুরু স্কুলে

জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে কল মেরামত করা হবে বলে খবর। প্রশাসন সূত্রের খবর, তা না হলে নতুন কল বসানো হবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০১:৫২
Share: Save:

সাত মাস বিকল থাকার পরে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে দেগঙ্গা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের আর্সেনিকমুক্ত জলের কল মেরামতির প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার সেগুলি দেখতে যান দেগঙ্গা সার্কেলের স্কুল পরিদর্শক শাহনওয়াজ আলম।

এ দিন তিনি শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। মিড-ডে মিলের রান্নায় ওই জলের ব্যবহার নিয়েও খোঁজ নেন। পরে শাহনওয়াজ বলেন, ‘‘জেলাশাসকের নির্দেশে এসেছি। সমস্যার কথা শুনেছি। শীঘ্রই কল মেরামতি করা হবে।’’ জেলাশাসকের কাছে রিপোর্ট দেওয়ার পরে জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে কল মেরামত করা হবে বলে খবর। প্রশাসন সূত্রের খবর, তা না হলে নতুন কল বসানো হবে। ওই স্কুলে তিন বছর আগে এগুলো বসানো হয়েছিল। কলগুলো মেরামতির জন্য প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছিল। আর্সেনিকযুক্ত জল পান ও তা দিয়েই চলছিল মিড-ডে মিলের রান্না। সেই খবর পেয়ে জেলাশাসক অন্তরা আচার্য দ্রুত কল সারাইয়ের নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tube Well Arsenic Deganga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE