Advertisement
০১ মে ২০২৪

সৎমেয়েকে বিক্রির অভিযোগে গ্রেফতার

পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর, রবিবার এক মহিলা তাঁর সাত বছরের মেয়ে নিখোঁজ বলে পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০১:২০
Share: Save:

সৎমেয়েকে বিক্রির অভিযোগে সঞ্জয় কুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পশ্চিম বন্দর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২৭ অক্টোবর, রবিবার এক মহিলা তাঁর সাত বছরের মেয়ে নিখোঁজ বলে পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে ওই মহিলার বর্তমান স্বামী সঞ্জয়কে জেরা করে জানতে পারে, সে-ই সৎমেয়েকে নিয়ে গিয়ে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তির হাতে তুলে দেয় তাকে বিহারে পৌঁছে দেওয়ার জন্য। ওই মহিলাও বিহারের মেয়ে।

পুলিশ তদন্তে জানতে পারে ধৃত সঞ্জয় ওই বালিকাকে যাঁর কাছে পাঠানোর কথা বলেছিল সে-ই তার আসল বাবা। তদন্তকারীদের দাবি, বিহারে গিয়ে ওই ব্যক্তির কাছে ওই বালিকাকে পাওয়া যায়নি। সেখানে গিয়েই পুলিশ জানতে পারে বালিকার বাবা বিহারের বাসিন্দা ওই ব্যক্তি। পুলিশ জানতে পারে, মাস পাঁচেক আগে ওই মহিলা নিজের স্বামী এবং আরও দুই সন্তানকে বিহারে ছেড়ে রেখে কলকাতায় চলে আসেন সঞ্জয়কে বিয়ে করার জন্য। সঙ্গে নিয়ে আসেন বছর সাতেকের মেয়েকে।

পুরো বিষয়টি জানার পরে পুলিশ সঞ্জয়কে চেপে ধরলে সে তখন স্বীকার করে ওই মহিলাকে বিয়ে করতেই তাঁর সাত বছরের মেয়েকে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। পরে পুলিশ শিয়ালদহ স্টেশনে খোঁজ করে জানতে পারে কলকাতা চাইল্ড লাইন ওই বালিকাকে স্টেশন থেকে উদ্ধার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Child Step Daughter Police Childline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE