ছুরি দিয়ে স্ত্রীকে জখম করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার, বেহালার নিউ পর্ণশ্রীর কালীমাতা কলোনিতে। ঘটনার পর থেকে ফেরার ছিল অভিযুক্ত। শেষে মোবাইলের সূত্র ধরে সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কিশোর অধিকারী। স্ত্রীর নাম মুনমুন।
পুলিশ জানায়, মুনমুনকে বিয়ের কয়েক বছর আগে আরও দু’টি বিয়ে করেছিল কিশোর। রবিবার রাতে সেই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে। অভিযোগ, সে সময়ে রান্নাঘরে থাকা ছুরি দিয়ে মুনমুনকে আঘাত করে কিশোর। রাতেই মুনমুন থানায় যান। তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। মুনমুনের মায়ের অভিযোগের ভিত্তিতে কিশোরের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুনমুনের অবস্থা আপাতত স্থিতিশীল।