Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রেলের শৌচাগারে মহিলা সেজে ‘হেনস্থা’ 

বুধবার দমদম জিআরপি-র কাছে এক মহিলার বিরুদ্ধে গালিগালাজ এবং গায়ে হাত তোলার অভিযোগ দায়ের করতে এসেছিলেন এক তরুণী। সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই মহিলাকেও। কিন্তু অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই অবাক জিআরপি-র কর্মী থেকে শুরু করে অভিযোগকারিণী।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৯
Share: Save:

এ যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়াল!

বুধবার দমদম জিআরপি-র কাছে এক মহিলার বিরুদ্ধে গালিগালাজ এবং গায়ে হাত তোলার অভিযোগ দায়ের করতে এসেছিলেন এক তরুণী। সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই মহিলাকেও। কিন্তু অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই অবাক জিআরপি-র কর্মী থেকে শুরু করে অভিযোগকারিণী। কারণ, শাড়ি পরা অভিযুক্ত আসলে মহিলাই নন! তিনি এক যুবক। জিআরপি জানিয়েছে, ওই যুবকের নাম রাজু দেবনাথ (৩০)। বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়।

জিআরপি সূত্রের খবর, বুধবার দুপুর ২টো নাগাদ মুর্শিদাবাদের বাসিন্দা বছর ২৪-এর ওই তরুণী মাকে সঙ্গে নিয়ে দমদমে আসেন। স্টেশনে নেমেই দু’জনে এক নম্বর প্ল্যাটফর্মের শৌচালয়ে যান। তরুণীর অভিযোগ, টাকা দেওয়ার পরেই শৌচালয়ের দায়িত্বে থাকা এক মহিলা তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করেন। অভিযোগ, অশ্রাব্য ভাষায় কথা বলায় এবং গায়ে হাত দেওয়া নিয়ে দু’জনের মধ্যে গোলমাল লেগে যায়। এর পরেই শৌচালয়ের দায়িত্বে থাকা ওই মহিলাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের তরুণী দমদম জিআরপি-তে যান। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। তখনই অভিযুক্তের আসল চেহারা ধরা পড়ে যায়। তাঁকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে রেলের মহিলা শৌচালয়ে এক জন পুরুষ কী করে শাড়ি পরে মহিলা সেজে কাজ করছিলেন, তার তদন্ত শুরু করেছে জিআরপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harassment Woman Dumdum
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE