হাওড়া শহরে গত ছ’বছরে তিন হাজারেরও বেশি বেআইনি বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল আগেই। যা প্রকাশ্যে আসায় এ বার কঠোর পদক্ষেপ করল হাওড়া পুরসভার নতুন প্রশাসকমণ্ডলী। দুর্নীতি কমিয়ে কাজে গতি আনতে বৃহস্পতিবার বিল্ডিং দফতর থেকে বদলি করে দেওয়া হল সমস্ত পদস্থ ইঞ্জিনিয়ারকে। তাঁদের জায়গায় অন্যান্য দফতর থেকে নিয়ে আসা হচ্ছে অপেক্ষাকৃত স্বচ্ছ ভাবমূর্তির ইঞ্জিনিয়ারদের। হাওড়া পুরসভার ইতিহাসে এত জন পদস্থ কর্তাকে একসঙ্গে বদলি করার ঘটনা নজিরবিহীন বলেই জানা গিয়েছে।
পুরসভা সূত্রের খবর, এ দিন অন্যান্য দফতরে বদলি করে দেওয়া হয়েছে এক জন এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার, দু’জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও তিন জন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। পুরসভার বক্তব্য, যাঁদের বদলি করে অন্য দফতরে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে কেউ কেউ ১৫ থেকে ১৭ বছর ধরে এক পদে কাজ করছিলেন। কারও কারও বিরুদ্ধে অসাধু প্রোমোটারদের সঙ্গে যোগসাজশের অভিযোগও একাধিক বার জমা পড়েছে পুরসভায়।
যদিও এই বদলিকে পুরোপুরি ‘রুটিন’ বলেই ব্যাখ্যা করেছেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী। তাঁর কথায়, ‘‘এটা রুটিন বদলি। কয়েক জন বছরের পর বছর একই পদে কাজ করছিলেন। তাই বদলি করে দেওয়া হল। বিল্ডিং দফতরকে নতুন করে সাজানো হল। এতে কাজেও গতি আসবে।’’