৭৫ শতাংশের বেশি ভোট পেয়ে উপনির্বাচনে জয়ী হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আর এর সঙ্গেই কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড নিজেদের দখলে রাখল তৃণমূল। মোট ২২ হাজার ভোটের মধ্যে ফিরহাদ পেয়েছেন ১৬ হাজার ৫৬৪ ভোট। ১৩ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। যা গত বারের ব্যবধানের তুলনায় দ্বিগুণেরও বেশি।
অন্য দিকে, ২ হাজার ৫৭৭ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির জীবনকুমার সেন। সিপিআই প্রার্থী শিশিরকুমার দত্ত পেয়েছেন ১ হাজার ৭৩৫ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৩৭ ভোট।
বুধবার সকালেই আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের বাইরে হাজির হয়েছিলেন ফিরহাদের অনুগামীরা। ভোটের ফল প্রকাশিত হতেই উল্লাসে ফেটে পড়েন তাঁরা। চলে আবির খেলা। ফিরহাদের অনুগামীরা জানান, মেয়র যে ভোটে জিতবেন সে বিষয়ে নিশ্চিত ছিলেন তাঁরা। তবে তাঁদের প্রিয় মানুষটি ১৮ হাজার ভোটের ব্যবধানে জিতবেন বলে আশা করেছিলেন। এক অনুগামী বলেন, “ফিরহাদ নিজের বিকল্প নিজেই। তিনি নিজে রেকর্ড গড়েন। আবার সেই রেকর্ড নিজেই ভাঙেন।”