Advertisement
২২ মে ২০২৪

ব্রিগেডের প্রস্তুতি নিয়ে পুর বৈঠক

বৈঠক সূত্রের খবর, অনেক ভিভিআইপি কালীঘাট মন্দিরে যেতে পারেন। সে জন্য ডিজি (সিভিল)-কে বলা হয়েছে, কাজ চললে জায়গাটা অপরিষ্কার থাকবে। তাই দিন কয়েকের জন্য কাজ বন্ধ রেখে জায়গাটা পরিষ্কার করা হোক।

ব্রিগেডের প্রস্তুতি নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক।

ব্রিগেডের প্রস্তুতি নিয়ে কলকাতা পুরসভায় বৈঠক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ০১:২০
Share: Save:

আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডের সমাবেশের জন্য ১২৫টি জায়গায় পানীয় জলের গাড়ি রাখছে পুরসভা। থাকছে ৮০টি বায়ো টয়লেট। শুধু তাই নয়, ব্রিগেডে জমায়েতের আগেই বিধাননগরে ঢুকে যাবেন প্রায় ৩০ হাজার মানুষ। তাঁদের কাছেও কলকাতা পুরসভার গাড়ি পানীয় জল পৌঁছে দেবে। বুধবার কলকাতা পুর ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। পুর কমিশনার খলিল আহমেদ পরিচালিত ওই বৈঠকে ছিলেন কলকাতা পুলিশের পদস্থ অফিসার, পুরসভার বিশেষ কমিশনার, সিভিল, আলো, রাস্তা, বস্তি, জঞ্জাল অপসারণ, বিল্ডিং এবং পার্ক ও উদ্যান দফতরের ডিজি-রা।

বিভিন্ন রাজ্য থেকে নেতানেত্রীরা ওই সমাবেশে আসবেন। তা উল্লেখ করে বৈঠকে বলা হয়, সে দিন কলকাতায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। অনেকেই আগে ঢুকে যাবেন। তাঁদের জন্য শহর পরিষ্কার রাখা ও পানীয় জলের ব্যবস্থা করা দরকার। বিধাননগরের সেন্ট্রাল পার্কেও অনেকের থাকার ব্যবস্থা হয়েছে। সেখানে অস্থায়ী শৌচালয় বানিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কেএমডিএ।

বৈঠক সূত্রের খবর, অনেক ভিভিআইপি কালীঘাট মন্দিরে যেতে পারেন। সে জন্য ডিজি (সিভিল)-কে বলা হয়েছে, কাজ চললে জায়গাটা অপরিষ্কার থাকবে। তাই দিন কয়েকের জন্য কাজ বন্ধ রেখে জায়গাটা পরিষ্কার করা হোক। অন্য বারের মতো এ বারেও পুর কমিশনার বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। সেখানেই ডিজি (বস্তি)-কে বলা হয়, আগত লক্ষাধিক মানুষের জন্য অস্থায়ী শৌচালয় করতে হবে। ব্রিগেড সমাবেশের চারপাশে ৮০টির মতো বায়ো টয়লেট রাখার সিদ্ধান্ত হয়েছে।

সমাবেশ স্থলে যাতে ধুলো না ওড়ে সে জন্য জল ছেটানোর ব্যবস্থাও থাকছে। পুরসভা সূত্রের খবর, মাঠের কোথায়, কখন জল ছেটাতে হবে সেই নির্দেশ দেবেন কলকাতা পুলিশের এডিসি অপরাজিতা রায়। সমাবেশের আগের দিন থেকে পরিষেবার কাজে লোকবল বাড়াতে নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। এক পুর আধিকারিক জানান, ব্রিগেড প্রতিরক্ষা মন্ত্রকের হাতে। তাই সমাবেশের পরেও পরিষ্কারের দায়িত্ব পুরসভা নেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Brigade TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE