সংসদে পাশ হিয়ে গিয়েছে নাগরিক সংশোধনী বিল (সিএবি)। তারই প্রতিবাদে বৃহস্পতিবার শহরে মিছিলের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। সেই মিছিল ঘিরেই তেতে উঠল সেন্ট্রাল অ্যাভিনিউ। মিছিল চলাকালীন রাজ্য বিজেপির সদর দফতরের সামনে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।
বুধবার রাজ্যসভায় নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে মোদী সরকার। তা আইনে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। তার বিরুদ্ধে এ দিন প্রতিবাদ মিছিলের ডাক দেয় যুব কংগ্রেস। সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পৌঁছনোর কথা ছিল মিছিলটির। কিন্তু মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরের কাছে মিছিল পৌঁছতেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।
মুরলীধর সেন লেনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাশে তখন চলছিল সিএবি পাশ হওয়ায় বিজেপির উদ্যাপনের অনুষ্ঠান। মঞ্চে ভাষণ দিচ্ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেই সময় যুব কংগ্রেসের মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ এবং মুরলীধর সেন লেনের সংযোগস্থলে পৌঁছয়। মিছিল থেকে বিজেপি বিরোধী স্লোগান ওঠে। পাল্টা বিজেপি কর্মীরাও কংগ্রেস বিরোধী স্লোগান দিতে শুরু করেন। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল ওই জায়গায়। দু’পক্ষের মাঝে পুলিশ কর্মীরা থাকলেও ব্যাপক ভাবে বোতল ছোড়াছুড়ি হয় বলে অভিযোগ। আহত হন বেশ কয়েক জন। তবে পুলিশ দু’পক্ষকে মুখোমুখি আসতে দেয়নি। যুব কংগ্রেসের মিছিলকে পুলিশ এর পর ধর্মতলার দিকে এগিয়ে দেয়।