পুলিশ পরিবারের কৃতী পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহ দিতে তাদের সংবর্ধিত করা হল। শুক্রবার রবীন্দ্র সদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্য পুলিশের এডিজি (হোমগার্ড) অজয় রানাডে, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি ও রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিংহ বিশ্বাস প্রমুখ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-সহ স্কুল স্তরের পরীক্ষায় কৃতী ৩২৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন বোর্ডের পরীক্ষায় সর্বাধিক নম্বর পাওয়া, পুলিশ পরিবারের আট জনকে দেওয়া হয় ল্যাপটপ। রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজিতাশ্ব রাউত বলেন, ‘‘কাজের জন্য পুলিশকর্মীদের পক্ষে পরিবারকে সে ভাবে সময়ই দেওয়া হয় না। তাঁদের সন্তানেরা এর মধ্যেই দারুণ ফল করছে।’’ তিনি জানান, উত্তরবঙ্গেও এই অনুষ্ঠান হতে চলেছে আগামী ২২ জুলাই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)