আচমকা বিভ্রাটের মুখে পড়ল বিমানবন্দর থেকে নোয়াপাড়ামুখী মেট্রো। শনিবার দুপুরে ওই ট্রেনের চালক একটি কামরার দরজা বন্ধ করতে গিয়ে সমস্যায় পড়েন। দরজা বন্ধ না হওয়ায় দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনেই ট্রেন থমকে যায়। সমস্যা মেটাতে চালককে নিজের কেবিন ছেড়ে উঠে আসতে হয়। চালক দেখেন, এম আর-৫১৪ নম্বর রেকের ৫০৫৪ নম্বর কোচের দ্বিতীয় দরজা বন্ধ হচ্ছে না। পরে চালক ম্যানুয়াল পদ্ধতিতে আলাদা ভাবে ওই দরজা বন্ধ করে ট্রেন নিয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নোয়াপাড়ার দিকে যাত্রা করেন। ওই ঘটনায় ট্রেন চলাচলে বেশ কয়েক মিনিট বিলম্ব ঘটে। যদিও এই ঘটনার জন্য এক তরুণী যাত্রীর ভূমিকা পরে মেট্রো কর্তৃপক্ষের সামনে এসেছে।
চিনে তৈরি ওই ডালিয়ান সংস্থার রেকের বিলম্বের কারণ জানতে পরে কামরার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতেই নজরে আসে, এক তরুণী দরজার মুখে পা দিয়ে আটকে রেখে ওই বিপত্তি ঘটিয়েছেন। পরে ট্রেন এবং প্ল্যাটফর্মের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা যায়, ওই তরুণীর সঙ্গী সময়মতো এসে পৌঁছতে পারেননি। তাঁর মেট্রোয় ওঠার ব্যবস্থা করতে গিয়েই তরুণী ওই কাণ্ড ঘটান।
ওই বিপত্তি নিয়ে রবিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ওই যাত্রীকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কয়েক বছর আগে কবি সুভাষ মেট্রো স্টেশনে এমন ঘটনায় এক যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ।
কামরার দরজা ব্যাগ, জুতো বা ছাতা দিয়ে জোর করে খুলে রাখার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এমন ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
এ দিকে আজ, সোমবার থেকে ওই মেট্রোয় বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রোর বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। সোম থেকে শুক্রবার দু’টি ট্রেন সকাল ৯টা ৩৬ মিনিট এবং রাত ৯টায় বিমানবন্দর থেকে ছেড়ে সরাসরি শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। একই সঙ্গে এ দিন থেকেই পূর্ব-পশ্চিম মেট্রোয় হাওড়া ময়দান থেকে দিনের অন্তিম ট্রেন ১০টা ৫ মিনিটে ছাড়বে। ওই ট্রেনটি সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)