উত্তর-দক্ষিণ মেট্রোর সুড়ঙ্গে ট্র্যাকের মাঝের নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যাওয়ায় শনিবার বিকেলে প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হল। এ দিন দমদমমুখী মেট্রোর লাইনে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে এই বিপত্তির জেরে দুপুর ৩টে ৪০ মিনিট থেকে বিকেল ৪টে ৩৫ মিনিট পর্যন্ত পরিষেবায় বিঘ্ন ঘটে। ওই সময়ে দমদমমুখী মেট্রোর একটি রেক কালীঘাট স্টেশনে দীর্ঘ সময়ের জন্য আটকে পড়ে।
মেট্রো সূত্রের খবর, যতীন দাস পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে দু’টি ট্র্যাকের মাঝের অংশে কংক্রিটের নিকাশি নালা আচমকা জলে ভরে ওঠে। জলের পাইপ ফেটে গিয়ে ওই বিপত্তি ঘটে। ওই নিকাশি নালা প্লাবিত হলে মেট্রোর বিদুৎবাহী থার্ড রেল ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বড় বিপত্তির আশঙ্কা থাকে। তাই মেট্রো চলাচলের সাধারণ বিধি মেনে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করা হয়। এর পরে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেরামতির কাজে হাত লাগান মেট্রোকর্মী এবং আধিকারিকেরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ ফের পরিষেবা শুরু হয়।
বিপত্তির কারণে এ দিন ওই সময়ে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো বন্ধ ছিল। তখন উত্তরে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু ছিল। দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকায় এসপ্লানেড থেকে হাওড়াগামী এবং হাওড়া থেকে আসা ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীদের বড় অংশ বিপাকে পড়েন। অনেকে হাওড়া থেকে নির্ধারিত সময়ে ট্রেন ধরতে পারেননি বলে অভিযোগ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)