কলকাতা মেট্রোর মূল উত্তর-দক্ষিণ শাখার সঙ্গে এখনও সরাসরি যুক্ত নেই জোকা-মাঝেরহাটমেট্রো। কিন্তু তার পরেও চলতি বছরের মে মাস থেকে ওই মেট্রোর গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে তৎপরতা বেড়েছে মেট্রো কর্তৃপক্ষের। গত ৫ মে ওই মেট্রোয় এক ধাক্কায় সারা দিনে ট্রেনের সংখ্যা ১৮ থেকেবাড়িয়ে ৪০ করেন মেট্রো কর্তৃপক্ষ। দফায় দফায় ওই মেট্রোয় ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময় বাড়তে বাড়তে এ বার কলকাতা মেট্রোর অন্যান্য শাখার সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। আজ,সোমবার থেকে ওই মেট্রোয় সারা দিনে ৮০টির জায়গায় ৮৪টি ট্রেন চলবে। পাশাপাশি, সকালে প্রান্তিক স্টেশন থেকে দিনের প্রথম মেট্রোর সময়ও এগিয়ে আসছে।একই সঙ্গে রাতের শেষ ট্রেনের সময়ও বেশ খানিকটা পিছিয়ে যাচ্ছে।
সকালে জোকা থেকে দিনের প্রথম ট্রেন ৬টা ৫০ মিনিটের জায়গায় ৬টা ৪০ মিনিটে মাঝেরহাট অভিমুখে ছাড়বে। একই ভাবে মাঝেরহাট থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৭টা ১৪ মিনিটের পরিবর্তে সকাল ৭টা ৩ মিনিটে ছাড়বে। রাতে ৮টা ৩৬ মিনিটের বদলে জোকা থেকে রাত ৯টা ৫ মিনিটে অন্তিম মেট্রো ছাড়বে। একই ভাবে, মাঝেরহাট থেকে রাত ৮টা ৫৭ মিনিটের পরিবর্তে ৯টা ২৬ মিনিটে অন্তিম ট্রেন ছাড়বে।
মেট্রো কর্তৃপক্ষের আশা, পরিষেবার সময় বৃদ্ধির ফলেসকালের দিক স্কুলপড়ুয়া থেকে অফিস ও নিত্যযাত্রীদের সুবিধা হবে। পাশপাশি, রাতের দিকেপরিষেবার সময় বৃদ্ধির ফলে যাত্রীদের বড় অংশের অটো-নির্ভরতা কাটবে বলে মনে করছেনঅনেকেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)