জন্মদিনের পার্টি করার নামে বছর বারোর এক কিশোরীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রতিবেশী এক তরুণকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ওই কিশোরী উত্তর কলকাতার বাসিন্দা। মেয়েটির জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ বছর উনিশের প্রতিবেশী ওই তরুণ তাকে এ জে সি বসু রোডের একটি হোটেলে নিয়ে যায়। অভিযোগ, এর পরে হোটেলের ঘরে নিয়ে গিয়ে কিশোরীকে জোর করে মদ্যপান করিয়ে ধর্ষণ করে সে। এমনকি, বাড়িতে জানালে কিশোরীকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পরে বাড়িতে ফিরে প্রথমে কিছু জানায়নি ওই কিশোরী। তবে, তার ব্যবহারে কিছু অস্বাভাবিকতা লক্ষ করে মায়ের সন্দেহ হয়। পরে কিশোরীর মোবাইলের কয়েকটি ছবি দেখে পরিবারের লোকজন জানতে পারেন, সে ওই তরুণের সঙ্গে হোটেলে গিয়েছিল। এর পরেই কিশোরীর সঙ্গে কথা বলে ঘটনার কথা জানা যায়। মঙ্গলবার মেয়েটির পরিবার মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে পকসো আইনে মামলা রুজু করে মুচিপাড়া থানা। রাতেই ধরা হয় অভিযুক্তকে। রাতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। তার বয়ানও লিপিবদ্ধ করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর। অভিযুক্তকে বুধবার কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্টে তোলা হলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়। সরকারি আইনজীবী এ দিন অভিযুক্ত ও নাবালিকার মেডিকো-লিগ্যাল পরীক্ষার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেছে। এ ছাড়া, নির্যাতিতার গোপন জবানবন্দির আবেদনও মঞ্জুর হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)