Advertisement
E-Paper

কাউন্সিলরকে নোটিস

পুর-অধিবেশনে চেয়ারম্যানের প্রতি অশোভন আচরণের জন্য সতর্ক করা হল কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়কে। চেয়ারম্যান মালা রায় শুক্রবার নোটিস পাঠান প্রকাশবাবুকে। তাতে বলা হয়েছে, পুরসভার সদস্য হিসেবে বৃহস্পতিবার অধিবেশনে তাঁর ব্যবহার শোভনীয় ছিল না। কলকাতা পুর-আইনের ১০০ (১) এবং ১০০ (২) ধারায় প্রকাশবাবুকে ওই নোটিস পাঠানো হয় বলে জানান মালাদেবী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:২১

পুর-অধিবেশনে চেয়ারম্যানের প্রতি অশোভন আচরণের জন্য সতর্ক করা হল কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়কে। চেয়ারম্যান মালা রায় শুক্রবার নোটিস পাঠান প্রকাশবাবুকে। তাতে বলা হয়েছে, পুরসভার সদস্য হিসেবে বৃহস্পতিবার অধিবেশনে তাঁর ব্যবহার শোভনীয় ছিল না। কলকাতা পুর-আইনের ১০০ (১) এবং ১০০ (২) ধারায় প্রকাশবাবুকে ওই নোটিস পাঠানো হয় বলে জানান মালাদেবী।

পুরসভা সূত্রের খবর, অধিবেশনের আগেই প্রকাশবাবু একটি প্রস্তাব জমা দিয়েছিলেন চেয়ারম্যানের কাছে। পরে পুর-নিয়ম মেনে তা বাতিল করা হয়। তা নিয়ে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন প্রকাশবাবু। পরে চেয়ারম্যানকে লক্ষ করে কাগজ ছোড়েন। তা দেখেই চিৎকার শুরু করেন তৃণমূল কাউন্সিলরেরা।

ঘটনার নিন্দা করে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘অধিবেশন চলাকালীন কাউন্সিলরের সীমাবদ্ধতা থাকা দরকার। প্রকাশবাবু যা করেছেন, তা নিন্দনীয়। যাঁর উদ্দেশে তিনি কাগজ ছুড়েছেন প্রথমত তিনি চেয়ারম্যান, এবং এক জন মহিলাও। এই অশোভন আচরণ মেনে নেওয়া যায় না।’’ তিনি জানান, আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্য দিকে, প্রকাশবাবু এ দিন বলেন, ‘‘১০০টা ওয়ার্নিং দিলেও আমার কিছু যায় আসে না। আমাকে অপদস্থ করার চক্রান্ত চলছে। আমি পুরসভার স্বার্থে কথা বলে যাব।’’

Prakash Upadhyay Municipality warning Chairman KMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy