রাতে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন তিন বন্ধু। আচমকাই সেখানে তিন ব্যক্তি হাজির হয়ে গল্পরত যুবকদের মধ্যে সোহেব আলম নামে এক জনকে পাশেই একটি জায়গায় যেতে বলে। সোহেব যেতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধর করে অভিযুক্তেরা। এমনকি, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। গুরুতর জখম অবস্থায় সোহেবকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ওই যুবকের শরীরে একাধিক সেলাই পড়েছে।
সোমবার ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের কড়েয়ার মসজিদবাড়ি লেনে। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। তবে, মঙ্গলবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনা প্রসঙ্গে সোহেব বলেন, ‘‘সোমবার রাত তখন প্রায় ১২টা। আমরা তিন বন্ধু মসজিদবাড়ি লেনে দাঁড়িয়ে গল্প করছিলাম। সেই সময়ে ফাহিম নামে এক যুবক সেখানে হাজির হয়ে প্রথমে ঘুরে চলে যায়। এর মিনিট পাঁচেকের মধ্যে রেহান ও সুফিয়ান আলম নামে দুই সঙ্গীকে নিয়ে ফের সেখানে আসে সে। আমাকে কাছেই একটি জায়গায় যেতে বলে ওই তিন জন। আমি যেতে রাজি না হওয়ায় ঝামেলা শুরু হয়।’’
পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, আচমকাই ফাহিম ছুরি বার করে সোহেবকে কোপাতে শুরু করে। ঘটনা দেখে সোহেবের দুই বন্ধু প্রাণভয়ে পালান। এর পরে সুযোগ বুঝে চম্পট দেয় ফাহিম-সহ তিন অভিযুক্ত।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সোহেবের সঙ্গে ফাহিমের পুরনো বিবাদ রয়েছে। তদন্তকারীদের অনুমান, তার জেরেই এই হামলা। সোহেবের আরও অভিযোগ, ফাহিম-সহ তিন জন মত্ত অবস্থায় ছিল। পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)