Advertisement
E-Paper

বিজ্ঞাপনের বয়ানে বাদ গেলেন শোভন

বয়ান থেকে বুধবার রাতেই তুলে নেওয়া হল শোভনবাবুর নাম। যদিও রাত পর্যন্ত মেয়র পদে তাঁর ইস্তফা নিয়ম মাফিক পুর চেয়ারপার্সনের কাছে জমা পড়েনি। স্বভাবতই, অনুষ্ঠানলিপি থেকে শোভনবাবুর নাম তোলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০১:৪৬
বিলি হয়েছে শারদ সম্মান প্রতিযোগিতার এই আমন্ত্রণপত্রই। নিজস্ব চিত্র

বিলি হয়েছে শারদ সম্মান প্রতিযোগিতার এই আমন্ত্রণপত্রই। নিজস্ব চিত্র

আজ, বৃহস্পতিবার রবীন্দ্র সদনে পুরসভার স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের জন্য কার্ড বিলি শেষ। কার্ডে প্রধান অতিথি হিসেবে নাম ছিল

শোভন চট্টোপাধ্যায়ের। কিন্তু ওই অনুষ্ঠান নিয়ে সংবাদপত্রে এ দিন যে বিজ্ঞাপন বেরোনোর কথা, তার

বয়ান থেকে বুধবার রাতেই তুলে নেওয়া হল শোভনবাবুর নাম। যদিও রাত পর্যন্ত মেয়র পদে তাঁর ইস্তফা নিয়ম মাফিক পুর চেয়ারপার্সনের কাছে জমা পড়েনি। স্বভাবতই, অনুষ্ঠানলিপি থেকে শোভনবাবুর নাম তোলা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

পুর প্রশাসনের এক পদস্থ কর্তার অবশ্য ব্যাখ্যা, শোভনবাবুকে যে মেয়র পদ থেকে সরানো হচ্ছে সে কথা মঙ্গলবার নবান্নে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মেয়র কে হবেন, সেই ঘোষণাটুকুই শুধু বাকি। সে ক্ষেত্রে এখন তাঁর নাম রাখার কোনও কারণ নেই। ওই পুরকর্তা আরও জানান, কয়েক মাস আগেই কাউন্সিলরদের অনুষ্ঠানে তাঁর নাম ব্যবহার করতে নিষেধ করেন শোভনবাবু। মেয়রের

ওএসডি বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তিও দেন। এমনকি কারও কার্ডে শোভনবাবুর নাম থাকলেও তা তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এ বার অবশ্য শোভনবাবুর সম্মতিতেই তাঁর নাম দেওয়া হয়েছিল শারদ সম্মানের অনুষ্ঠানে। এখন তা বাদ দিতে চায় পুর প্রশাসনই।

পুরসভা সূত্রের খবর, তৃণমূল বোর্ড ক্ষমতায় আসার পরে প্রতি

বছরই পুর প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের বিচারে শহরের দুর্গাপুজোগুলির মধ্যে ‘কলকাতাশ্রী’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বারই প্রথম ডেঙ্গি সচেতনতার কাজে পুজো কমিটিগুলিকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান প্রতিযোগিতার আয়োজন করেছিল কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর। তাতে ভালই সাড়া মিলেছে বলে দাবি পুর প্রশাসনের। যে পুজো

কমিটিগুলি ডেঙ্গি সচেতনতায় ভাল কাজ করে জয়ী হয়েছে, তাদের আজ রবীন্দ্র সদনে পুরস্কৃত করা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রথমেই শোভন চট্টোপাধ্যায়ের নাম ছাড়াও সম্মাননীয় অতিথির তালিকায় নাম রয়েছে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী

অরূপ বিশ্বাস এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। অনুষ্ঠানের তালিকা থেকে শুধু শোভনবাবুর নাম বাদ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার পুরসভার ‘কলকাতাশ্রী’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন শোভনবাবু। সে দিনও তাঁর মুখে পুরসভার

কর্মকাণ্ড নিয়ে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মানের কথা শোনা গিয়েছিল। পুরসভাতেও তোড়জোড় শুরু হয়েছিল ওই অনুষ্ঠান নিয়ে। কিন্তু, বুধবার মেয়র পদে তাঁর পদত্যাগপত্র জমা না পড়লেও শোভনবাবুকে নিয়ে আর কোনও উদ্দীপনা দেখা

যায়নি পুরমহলে।

পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, আজ বৃহস্পতিবার অনুষ্ঠান শুরুর কথা ছিল বিকেল

পাঁচটায়। কিন্তু মেয়র পদ নিয়ে কাউন্সিলরদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নির্ধারিত হয়েছে বিকেল

সাড়ে পাঁচটায়। সে কারণে স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান প্রতিযোগিতার

পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু’ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ওই অনুষ্ঠান। পুর অফিসারদের ধারণা, তত ক্ষণে নতুন মেয়র কে হবেন তা স্পষ্ট হয়ে যাবে। মঞ্চে

থাকবেন তিনিও।

Sovan Chatterjee KMC Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy