Advertisement
E-Paper

ঘেরাও নপরাজিত

ঘেরাও হলেন খোদ রাজ্য মানবাধিকার কমিশনের অস্থায়ী চেয়ারম্যান নপরাজিত মুখোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার অভিযোগে মানবাধিকার কমিশনের কর্মীরাই শুক্রবার দুপুরে ঘেরাও করেন কমিশনের অস্থায়ী চেয়ারম্যানকে। রাজ্য মানবাধিকার কমিশনের শুরু ১৯৯৫ সালে। সেই সময় থেকে কমিশনের ৪২ জন কর্মী রয়েছেন। রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুল মেনেই এঁদের কাজ করতে হয়। কিন্তু, কমিশনের কর্মীরা সরকারি কর্মীদের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা পান না বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৯:৪৪

ঘেরাও হলেন খোদ রাজ্য মানবাধিকার কমিশনের অস্থায়ী চেয়ারম্যান নপরাজিত মুখোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার অভিযোগে মানবাধিকার কমিশনের কর্মীরাই শুক্রবার দুপুরে ঘেরাও করেন কমিশনের অস্থায়ী চেয়ারম্যানকে। রাজ্য মানবাধিকার কমিশনের শুরু ১৯৯৫ সালে। সেই সময় থেকে কমিশনের ৪২ জন কর্মী রয়েছেন। রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রুল মেনেই এঁদের কাজ করতে হয়। কিন্তু, কমিশনের কর্মীরা সরকারি কর্মীদের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা পান না বলে অভিযোগ।

মানবাধিকার কমিশনের কর্মীদের অভিযোগ, রাজ্য সরকারি কর্মীদের মতো চিকিৎসার সুবিধা তাঁরা পান না। নেই অবসরগ্রহণের পর কোনও পেনশন। কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়ের চাকরির সুযোগও নেই বলে কর্মীরা জানিয়েছেন। বহু কাল ধরেই তাঁরা এই সব দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছেন। সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কার্যত সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।

এ দিনও কমিশনের অস্থায়ী চেয়ারম্যান মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মীদের। তবে কর্মীরা জানিয়ে দিয়েছেন, ৩১ জানুয়ারির মধ্যে সরকার যদি কোনও ইতিবাচক পদক্ষেপ না করে তা হলে ১ ফেব্রুয়ারি থেকে তাঁরা চেয়ারম্যানের ঘরের সামনে অনশনে বসবেন।

calcutta police cp gheraoed deputy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy